রঞ্জিত সাউ, বিধাননগর : ক্রেডিট কার্ড (Credit Card) আপডেট করানোর নামে প্রাক্তন ডিআইজিকে (Former DIG) এক লক্ষ ৪০ হাজার টাকা প্রতারণার অভিযোগ। হাওড়ার জগাছা থেকে গ্রেফতার অভিযুক্ত।


একের পর এক প্রতারণা চক্রের পর্দাফাঁস করছে পুলিশ। আর প্রাক্তন এক পুলিশ কর্তাই প্রতারকদের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা হারালেন ! প্রাক্তন DIG-কে ক্রেডিট কার্ড আপডেট-এর প্রস্তাব দিয়ে প্রতারণার অভিযোগ। অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৪০ হাজার টাকা। 


ঘটনাটা কী ?


রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি রমেশচন্দ্র গৌড়ের দাবি, এপ্রিল মাসে একটি অচেনা নম্বর থেকে ফোন পান তিনি। ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ক্রেডিট কার্ড আপডেট করতে বলেন। অবসরপ্রাপ্ত পুলিশকর্তার মোবাইল ফোনে পাঠানো হয় OTP। সেই OTP অভিযুক্তকে জানানোর পরই ফোন কেটে দেয় সে। অভিযোগ, এর কিছুক্ষণ পরই রমেশচন্দ্র গৌড়ের ক্রেডিট কার্ডের তথ্য কাজে লাগিয়ে তুলে নেওয়া হয় ১ লক্ষ ৪০ হাজার টাকা। 


আরও পড়ুন ; ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণাচক্র! নিউটাউন পুলিশের হাতে গ্রেফতার ৭


গত ১৯ এপ্রিল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন DIG। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পারেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার টাকা সরিয়ে ফেলা হয়েছে হাওড়ার একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে।


তদন্তে দেখা যায়, সেই অ্যাকাউন্টটি ভুয়ো নথি দিয়ে খোলা হয়েছিল। যে মোবাইল ফোন থেকে প্রাক্তন DIG-কে ফোন করা হয়েছিল, সেটিও ট্র্যাক করা শুরু হয়। অবশেষে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে শনিবার ভোরে হাওড়ার জগাছা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিকাশ সিংকে। 


পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে একাধিক প্রতারণা করেছে। আরও কেউ তার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।  


প্রসঙ্গত, গত মাসেই ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালানোর অভিযোগ ওঠে। নিউটাউন (New Town) থানার পুলিশ প্রতারণাচক্রের পর্দাফাঁস করে। ভিন্ রাজ্যের বাসিন্দা মোট সাতজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়। ১১টি মোবাইল, একিট ল্যাপটপ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করে পুলিশ।  


জানা যায়, প্রায় দুই মাস ধরে বাড়ি ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। তার আড়ালে আসলে চলছিল প্রতারণাচক্র। সেখান থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ ওঠে।