রঞ্জিত সাউ, কলকাতা: শহরে ফের প্রতারণাচক্রের হদিশ মিলল। ভুয়ো কল সেন্টারের (Fake Call Centre) আড়ালে প্রতারণা চক্র (Cheating) চালানোর অভিযোগ। নিউটাউন (New Town) থানার পুলিশ প্রতারণাচক্রের পর্দাফাঁস করল। ভিন্ রাজ্যের বাসিন্দা মোট সাতজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ১১টি মোবাইল, একিট ল্যাপটপ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে পুলিশ। 


শহরে ফের হদিশ মিলল প্রতারণাচক্রের


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই ওই প্রতারণাচক্রের হদিশ মেলে। নিউটাউন থানার টহলদারি পুলিশের কাছে খবর এসে পৌঁছয় যে, সিডি ব্লকের ১০৩ নম্বর বাড়িটিতে বহিরাগতদের আনাগোনা চলছে। বেশ কিছু দিন ধরেই বাইরে থেকে সেখানে এসে উঠছেন অনেকে, যা রীতিমতো চোখে পড়ার মতো। 


এর পরই নিউটাউন থানার পুলিশ বাড়িটিতে হানা দেয়। সেই সময় সাতজন সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাতে জানা যায়, প্রায় দুই মাস ধরে ওই বাড়িটি ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। তার আড়ালে আসলে চলছিল প্রতারণাচক্র। সেখান থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ। 


আরও পড়ুন: WB Cabinet Reshuffle Live Updates: বৃত্ত সম্পূর্ণ হল, বললেন বাবুল, মোদি সরকার ছেড়ে এলেন মমতার মন্ত্রিসভায়


জিজ্ঞাসাবাদের পরই ওই সাত জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে ছয় জনকে দুশ্যন্ত ওরফে রাজা, মণীশ কুমার, মনজিৎ সিংহ ওরফে ভিকি, সৌরভ সিংহ, রাজা যাদব, নারায়ণ কুমার চিহ্নিত করা গিয়েছে। তাঁদের কাছ থেকে ১১টি মোবাইল, ল্যাপটপ এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের এ দিন বারাসত আদালতে তোলা হয়। 


নিউটাউন পুলিশের হাতে গ্রেফতার ৭


 এই প্রতারণা চক্রের পরিধি অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে মনে করছে পুলিশ। এর সঙ্গে আর কে কে যুক্ত, আর কোথায় কোথায় এমন ভুয়ো কল সেন্টার রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। সবকিছু খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।