নয়া দিল্লি : হাইকোর্টের থেকে আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা গেল সুপ্রিম কোর্টে। এটা ভয় জাগানোর মতো ঘটনা,  মন্তব্য করল শীর্ষ আদালত। সেই সঙ্গে ঘটনায় পুলিশের চূড়ান্ত সমালোচনা করা হল আদালতের তরফে। আদালত  প্রশ্ন তুলল, অধ্যক্ষ কেন প্রথমেই আত্মহত্যার কথা বললেন। 

'আত্মহত্যার কথা কেন বলা হল'
সুপ্রিম কোর্টের প্রশ্ন, তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? এই প্রশ্ন আগেও তুলেছে নির্যাতিতার পরিবার ও চিকিৎসক মহল। এছাড়া ১৪ অগাস্ট মহিলাদের 'রাত দখল'-এর আন্দোলনের দিন  হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল? প্রশ্ন তুলেছেন বিচারপতি।  


'পুলিশের  ভূমিকায় প্রশ্ন'
এবার চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা বলল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালতের প্রশ্ন, আর জি কর কাণ্ডে শান্তিপূর্ণ আন্দোলনে কী করে ঢুকল দুষ্কৃতীরা? আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। 


FIR নিয়ে প্রশ্ন 
আর জি কর-কাণ্ডে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে নানা কারণে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশের ভূমিকা। ডাক্তার ছাত্রীকে খুন-ধর্ষণের তদন্তে দেরি করে FIR দায়ের করা হয়েছে, মন্তব্য বিচারপতির। পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে সর্বোচ্চ আদালত প্রশ্ন করে, তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল? শান্তিপূর্ণ আন্দোলনে কীভাবে ঢুকে গেল ৭ হাজার দুষ্কৃতী? এদিনের শুনানিতে এমন একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের নির্দেশ, সিবিআই এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। আর জি কর-কাণ্ডে আজ গোটা দেশের নজর রয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে হল মামলার শুনানি। তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের নারকীয় ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার শুনানি করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। 


প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে রয়েছেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। দুই আইনজীবী চিঠি লিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আবেদন করেছিলেন। 


 



আরও পড়ুন :       


আরও পড়ুন : মহানগরে আকাশ ভাঙা বৃষ্টি, মঙ্গলে কোন কোন জেলায় দুর্যোগের অশনিসঙ্কেত?