সোমনাথ মিত্র, হুগলি: আর জি কর মেডিক্যালকাণ্ডে (R G Kar News) সিঙ্গুরের প্রতিবাদ-সভায় তাপসী মালিকের প্রসঙ্গ তুলে সিপিএমকে নিশানা করলেন বেচারাম মান্না। সেই উদাহরণ টেনে তৃণমূলের বিরুদ্ধে বামেদের সমালোচনার জবাব দিতে চেয়েছেন মন্ত্রী। যা নিয়ে কটাক্ষ করেছে বামেরা।
প্রতিবাদ-সভায় তাপসী মালিকের প্রসঙ্গ: আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা রাজ্য় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। প্রতিবাদে পথে নেমেছে বামেরাও। এই প্রেক্ষাপটে সিঙ্গুরের তাপসী মালিক হত্য়াকাণ্ডকে হাতিয়ার করে পাল্টা সুর চড়ানোর কৌশল নিল তৃণমূল। নিহত তাপসী মালিকের মা-বাবাকে মঞ্চে বসিয়ে, সিপিএমকে নিশানা করলেন
কৃষি বিপণনমন্ত্রী ও সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। গতকাল তিনি বলেন, "লজ্জা করে না সিপিএমের? আজ প্রতিবাদ করছেন? কোথায় ছিলেন যেদিন তাপসী মালিককে ধর্ষণ করে, খুন করে, কাঠের উনুনে জীবন্ত পুড়িয়ে মেরেছিলেন?''
২০০৬-এর ১৮ ডিসেম্বর, টাটাদের ন্যানো গাড়ি প্রকল্পের জমিতে উদ্ধার হয় তাপসী মালিকের দগ্ধ দেহ। যা নিয়ে প্রতিবাদ সপ্তমে নিয়ে যায় তৃণমূল। তৃণমূল ক্ষমতায় আসার পর, সিংগুরে তাপসী মালিকের মূর্তি বসানো হয়। তবে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে তাপসীর বাবা মনোরঞ্জন মালিক তৃণমূলের বিরুদ্ধে জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হন। গাড়ি চিহ্ন নিয়ে ভোটে দাঁড়ান তিনি। সেই সময় মেয়ের খুনে অভিযুক্তের আত্মীয়কে তৃণমূল টিকিট দিয়েছে বলে অভিযোগ করেন তাপসী মালিকের বাবা। তিনি জানিয়েছিলেন, "মেয়েকে খুনে অভিযুক্ত দেবু মালিকের ভাইপোকে তৃণমূলের টিকিট দেওয়া হয়েছে। তাই নির্দল হিসেবে লড়ার সিদ্ধান্ত।''
তাপসী মালিক হত্যা মামলায় সিপিএম নেতা সুহৃদ দত্ত ও সিপিএম কর্মী দেবু মালিক গ্রেফতার হলেও, পরে হাইকোর্ট থেকে তাঁরা জামিন পান। ১৮ বছর পর, এবার আর জি কর মেডিক্যালকাণ্ডে বিরোধীদের আক্রমণ ঠেকাতে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই তাপসী মালিকের হত্যাকাণ্ডকেই হাতিয়ার করলেন মন্ত্রী বেচারাম মান্না। বক্তব্যে উঠে এল সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথাও। বেচারাম মান্না বলেন, "মুখ্যমন্ত্রী মৃত চিকিৎসকের বাড়িতে গেছেন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আপনারা সেদিন তাপসী মালিকের বাড়িতে গিয়েছিলেন? আপনাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য?''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar News: আরজি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে সিট গঠন রাজ্যের