কলকাতা: শনিবার তৃণমূল সাংসদের আক্রমণের পর কড়া প্রতিক্রিয়া রাজভবনের। এদিকে আজ থেকে রাজভবন 'ওপেন টু অল' । যদিও জল গড়াল অনেকদূর। এবার ফের আরও এক ধাপ এগিয়ে তোপ দাগলেন, ছুঁড়লেন চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বললেন, 'প্রোটেকশন নিয়ে বসে থেকে মামলার হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যপাল, আমিও সুপ্রিম কোর্টে যাব।'
আরও পড়ুন, এনুমারেশন ফর্ম বিলি নিয়ে তথ্য দিল জাতীয় নির্বাচন কমিশন
রাজভবনে বিজেপির ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছেন রাজ্যপাল! দেওয়া হচ্ছে বোমা, বন্দুকও! রাজ্যপালের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা সাধারণের জন্য রাজভবনের দরজা খুলে দিলেন সি ভি আনন্দ বোস। অভিযোগ ভুল হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন রাজ্যপাল। ২৪ ঘণ্টা আগেই, রাজ্যপালের বিরুদ্ধে বেনজির,বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজভবনের দরজা জন্য খুলে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাজভবনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, রবিবার ভোর ৫টা থেকে খোলা থাকবে রাজভবনের দরজা। সাংসদ, নাগরিক সমাজ ও সাংবাদিকরা এসে যাচাই করে দেখতে পারেন (তৃণমূল) সাংসদের অভিযোগ অনুসারে কোনও অস্ত্র ও গোলাবারুদ মজুত আছে কিনা। আর যদি তা ভুল হয়, তাহলে সাংসদের কাছে রাজ্যবাসীর সামনে ক্ষমা চাওয়া এবং তাঁর হিংসাত্মক মন্তব্যের জন্য বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পথ খোলা আছে।
এরপর এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'মামলা করেছেন ? ভারতবর্ষের যারা সংবিধান প্রণয়ন করেছিলেন না, তাঁরা কখনও ভাবেনি, যে দেশে এমন একটি দল আসবে, ভারতীয় জনতা পার্টি, এবং তাঁদের যে রাজ্যপালগুলি অ্যাপয়েন্ট করবে, ননবিজেপি স্টেটে তাঁরা যা ইচ্ছে তাই বলতে পারবে, তাই জন্য ভারতবর্ষের সংবিধানে তাঁদের একটা প্রোটেকশন ছিল, অন্তত এইরকম রাজ্যপাল এলে, এই প্রোটেকশনটা থাকতে পারত না। যে প্রোটেকশন নিয়ে বসে থাকে, সে কীসের মামলা করবে ?! আমিও মামলা করব ওর বিরুদ্ধে, আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসব, আমিও দেখব, ..যিনি যা ইচ্ছে তাই বলে যাবেন, প্রতিদিন, গত আড়াই থেকে তিন বছর ধরে প্রায়ই উনি, এই হামলা হিংসাত্মক কাজে প্ররোচনা দিয়েছেন। ..আমিও মামলা করব, তারপর দেখব, শুধু যার যার প্রোটেকশন আছে, সে মামলা করতে পারে, আর সে যখন অন্যায় করবেন, সে যখন অবৈধ কাজ করেন, সে যখন প্ররোচনা দেয়, তখন মামলা হয় কিনা ?'
কল্যাণের কথায়,' একপক্ষ কোনওদিন কিছু হতে পারে না, দুই পক্ষই হতে হবে। আমি ওপেন ইনভাইট করছি, ইফ হি হ্যাভিং কারেজ, টু অ্যাকটেপ্ট ইট। আমি ইনভাইট করছি ওপেন, মঞ্চ তৈরি করুন, প্রেস ডাকুন, সুশীল সমাজ ডাকুন, একদিকে আপনি থাকবেন , আরেকদিকে আমি থাকব। আপনার কাজের আমি সমালোচনা করে যাব, যে আপনি কীভাবে কন্টিটিউশনাল প্রভিশন ব্রেক করেছেন। আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে, বিজেপিকে কতটা সাহায্য করছেন, সেটা প্রমাণ করব।