কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের, দাবি আইনজীবীদের একাংশের। সরেছে নিয়োগের সব মামলাই, মত অন্য পক্ষের।
এই বিষয়ে কী বলেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য:
সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'আদালতে ছিলাম। যতটুকু আমি শুনতে পেয়েছি। যে মামলা বিচারের জন্য এসেছে প্রধান বিচারপতির কাছে। যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মামলাটাই অন্য এজলাসে যাবে। এর বাইরে কোনও বিষয় নেই। যখন অর্ডার বলছেন, যা শুনতে পেয়েছি। তখন বলা হয়েছে দিস প্রসিডিং...অর্ডারে তো বলেননি সব মামলা। অর্ডার দেখা পর্যন্ত এটাই মনে হচ্ছে। অর্ডার যখন বেরবে তখন বোঝা যাবে পুরোটা।'
এই ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের (Asok Ganguly)। অশোক গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, 'কোন মামলা কোন বিচারপতি শুনবেন, তা সুপ্রিম কোর্ট ঠিক করে দিতে পারে না। সেই এক্তিয়ার সর্বোচ্চ আদালতের নেই। তবে বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলা উচিত নয় কোনও বিচারপতির।'
রাজনৈতিক প্রতিক্রিয়া:
এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এই রায় অত্যন্ত দুভার্গ্যজনক। পশ্চিমবঙ্গের মানুষ আশাহত হয়েছেন।' যদিও শীর্ষ আদালতের রায় মেনে মিতে হবে, সেই রায় নিয়ে কথা বলার এক্তিয়ার কারও নেই বলেও জানান তিনি। প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি আগেও বলেছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে কোনও রায় আমাদের কাছে শিরোধার্য। সম্পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর রাখি। যেহেতু এটা সাবজুডিস ম্যাটার তাই, আমি এই নিয়ে কোনও মন্তদব্য করতে চাই না। মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন, আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি।' নিয়োগ দুর্নীতি মামলায় এজলাস বদলের পর ট্যুইট করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি যেখানে লেখেন, ‘সত্যি সত্যিই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল!’ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের ট্যুইট, ‘লক্ষ্মণ গণ্ডির বাইরে দাঁড়ানো ভেকধারী রাবণকে সীতাও সাধু ভেবেছিল। সীতার ভুল ভেঙেছিল অপহৃত হওয়ার পর, একই নিয়মে বাকিদেরও ভাঙবে। লাল সেলাম, ভাল থাকবেন কমরেড’।
আরও পড়ুন: শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?