শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: গোটা রাজ্যজুড়ে একের পর এক জায়গায় বেআইনি অস্ত্র উদ্ধার (illegal weapon) ঘটনা ঘটেই চলেছে। সেই তালিকায় এবার ক্যানিংও (Canning)। সেখান থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। ঘটনায় গ্রেফতার (one arrested) করা হয়েছে এক অভিযুক্তকে।


ক্যানিংয়ে উদ্ধার অস্ত্র, গ্রেফতার ১


খবর মিলেছিল গোপন সূত্রে। আর সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে ক্যানিং থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ ১ যুবককে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।


দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানা এলাকার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে তপন মন্ডল নামে এক যুবকের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিশ। একটি ছোট আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে।


বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। ধৃত ওই যুবককে সাত দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে ক্যানিং থানা পুলিশ।                                          


আরও পড়ুন: Darjeeling News: পাহাড়ে আসন্ন রংবদল! আস্থাভোটেই যোগ দিল না হামরো পার্টি


অন্যদিকে দিন দুই আগে বীরভূমে ফের উদ্ধার হয়েছে অস্ত্র। এই নিয়ে একমাসের মধ্যে ফের অস্ত্র উদ্ধার বীরভূমে। নানুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি। এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত জেরমান শেখ নানুরের বেনেরা গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম অটোমেটিক পিস্তল, দুটি দেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি। এর আগে গত এপ্রিল মাসে এই অস্ত্র কারবারির কাছ থেকেই ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গত ১ ডিসেম্বর নানুরের পাকুরহাঁস গ্রাম থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, মাস্কেট, গুলি ও গান পাউডার।


পুলিশের দাবি, ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ হয়ে, নতুনহাট ব্রিজ দিয়ে অথবা ঝাড়খণ্ড থেকে ট্রেনে অথবা বাসে অস্ত্র ঢুকছে বীরভূমে। এই অস্ত্র উদ্ধারের পরেই বেড়েছে পুলিশি তৎপরতা। নানুর থানার ওসি-র নেতৃত্বে সকাল থেকে শুরু হয়েছে নাকা তল্লাশি। স্থানীয় এজেন্টদের সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারীদের যোগসাজশেই বীরভূমে অস্ত্র ঢুকছে বলে পুলিশ দাবি করেছে।