আবির ইসলাম, বীরভূম: বোলপুরে (Bolpur) সদস্য সংগ্রহ অভিযান শুরু করল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। বিলি করা হয় লিফলেট। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে, আপের এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)-বিজেপি (BJP) দুই দলই। 


সদস্যপদ সংগ্রহ নিয়ে আগেই পোস্টার পড়েছিল। এবার রীতিমতো ক্যাম্প করে বীরভূমে, সদস্য সংগ্রহ অভিযানে নামল আম আদমি পার্টি। পথ চলতি মানুষের কাছে বিলি করা হল লিফলেট। 


বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে, খোদ অনুব্রত মণ্ডলের গড়ে সংগঠন মজবুত করতে উদ্যোগী অরবিন্দ কেজরিওয়ালের দল। রবিবার বোলপুর চৌরাস্তা মোড়ে ক্যাম্প করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করল তারা।   


বীরভূমের আম আদমি পার্টির সভাপতি বিশ্বজিৎ মৈত্র বলেন, "বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি, তৃণমূলের বিভিন্ন দুর্নীতিমূলক ইস্যু গরু পাচার , কয়লা পাচার , এসএসসি দুর্নীতি এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা ময়দানে নামবে। বিভিন্ন দুর্নীতির মনোভাবে সেগুলো কে নিয়েই মানুষের কাছে পৌঁছে যাবে তারা।" 


আরও পড়ুন, ফেল করেও পাশের দাবি! তৃণমূলের পতাকা হাতে মনীষীর নামে স্লোগান, শুরু রাজনৈতিক তরজা


আম আদমি পার্টির সদস্য সংগ্রহ অভিযান। বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, "আম আদমি পার্টি তাদের কাছে কোনরকম মাথাব্যথা হতে পারে না। বীরভূমের মানুষকে ভুল বুঝিয়ে তারা যে রাস্তায় নেমেছে তাতে কোন কাজ হবে না । তারাও আসুক লড়াই করুক মাঠে দেখা হবে।"                      


বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুব্রত চট্টরাজ বলেন, "এখন আম আদমি পার্টি রুটি সেঁকতে আসছে। তাদেরকে তৃণমূল মদত দিলেও দিতে পারে । দুদিন পর বীরভূমের মানুষজন তাদের ঝাড়ু নিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দেবে।" 


আম আদমি পার্টির তরফে দাবি, এই সদস্য সংগ্রহ অভিযান আগামীদিনেও চলবে।