লখনউ: আখের খেতে পড়ে টুকরো টুকরো দেহাংশ (sugarcane Field)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বলরামপুরে (Balrampur) ফের ভয়াবহ ঘটনা। ১৮ বছরের মেয়েকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। খুনের (Murder) আগে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


আখের জমি থেকে কিশোরীর দেহাংশ উদ্ধার


উত্তরপ্রদেশের বলরামপুরের ঘটনা। গত ৬ জুন থেকে নিখোঁজ ছিল মেয়েটি। শনিবার দেহাংশ উদ্ধারের খবর পৌঁছয় বাড়িতে। চপ্পল এবং জামা দেখে মেয়েটিকে শনাক্ত করেন তাঁর বাবা। পরিবারের অভিযোগ, পরিচয় যাতে সামনে না আসে, তার জন্য প্রথমে অ্যাসিড ঢেলে দেহটিকে পুড়িয়ে দেওয়া হয়। তার পর টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হয় আখের জমিতে। 


আরও পড়ুন: Child Labour Day 2022: আজ 'শিশুশ্রম প্রতিরোধ দিবস', রইল এই দিনের ইতিহাস ও বিশেষত্ব


আখের জমিতে পড়ে থেকে দেহাংশে পচন ধরে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সেই অবস্থাতেই দেহাংশগুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম সন্তোষ বর্মা। অভিযুক্তের বয়স ৩০ ছুঁইছুই বলে জানিয়েছে পুলিশ। 


গ্রেফতার এক অভিযুক্ত


পুলিশ সুপারিনটেন্ডেন্ট রাজেশ কুমার সাক্সেনা জানিয়েছেন, মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 


মেয়ে নিখোঁজ হওয়ার পরই বিস্তর খোঁজাখুঁজি করে ওই পরিবার। পরে খবর দেওয়া হয় থানাতেও। পুলিশের তরফেও মেয়েটির খোঁজ চালানো হয়। তার পর মেয়েটির বাড়ির সংলগ্ন আখের জমিতে দেহাংশ পড়ে রয়েছে বলে খবর যায়। শেষ পর্যন্ত মেয়েটির বাবা গিয়ে দেহ শনাক্ত করেন। বন্য পশু দেহ টেনে নিয়ে গিয়ে থাকতে পারে বেল দাবি করছেন গ্রামের একাংশ। কিন্তু মেয়েটির পরিবারের দাবি, খুনই করা হয়েছে অষ্টাদশীকে। দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার দাবি তুলেছে তারা।