কলকাতা: কালই সিবিআইয়ের (CBI) কাছে হাজিরা দিতে চান অনুব্রত (Anubrata Mondal)। সকাল সাড়ে ১০টায় সিবিআইয়ের কাছে হাজিরা দিতে চান তিনি। আইনজীবীর মাধ্যমে সিবিআইয়ের কাছে এমনই আবেদন জানালেন অনুব্রত মণ্ডল। 


২১ মে পর্যন্ত সিবিআইয়ের কাছে সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার আগেই, ১২ মে ফের হাসপাতালে যান বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তবে কয়েকটি পরীক্ষার পর তাঁকে অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 


সিবিআই দফতরে হাজিরার দিনই গত ৬ এপ্রিল অনুব্রত মণ্ডল ভর্তি হয়েছিলেন SSKM হাসপাতালে।  ১৬ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি চলে যান তাঁর চিনার পার্কের বাড়িতে। 


১২ মে অর্থাৎ বৃহস্পতিবার ফের হাসপাতালে যান অনুব্রত মণ্ডল। অ্যাপোলো হাসপাতালে কয়েকটি পরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, বুধবার রাতে অনুব্রত মণ্ডল বুকে ব্যথা অনুভব করেন। তখনই যোগাযোগ করেন চিকিত্‍সকের সঙ্গে। 


চিকিত্‍সকের পরামর্শমতো এদিন সকাল ৮টা ৫০-এ চিনার পার্কের বাড়ি থেকে বেরোন তিনি। তবে সে সময় সাংবাদিকদের কিছু বলতে চাননি। ৯টা ২০-তে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে আনা হয় অ্যাপোলো হাসপাতালে।  


হাসপাতাল সূত্রে খবর, তাঁকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।  করা হয় ইকো ও ইসিজি। এরপর বিশ্রাম বা হাঁটা চলার সময় হৃদযন্ত্রে কত পরিমাণে রক্ত যাচ্ছে তা নির্ণয়ের জন্য করা হয় নিউক্লিয়ার ট্রেস টেস্ট। সেই সব রিপোর্ট দেখেই সাড়ে ৪ ঘণ্টা পর এই বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে।  


গরু পাচার মামলায় ৬ বার ও ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআই দফতরে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, এসএসকেম থেকে ফিরে অনুব্রত জানিয়েছিলেন, অসুস্থতার কারণে তিনি সিবিআই দফতরে যেতে পারবেন না। তাঁকে যেন ২১ মে পর্যন্ত সময় দেওয়া হয়।  এরমধ্যে সিবিআই চাইলে তাঁর বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করতে পারে।  কিন্তু সিবিআই বাড়ি গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি।