বীরভূম: বীরভূমের (Birbhum) মাড়গ্রামে বোমা ফেটে আহত ২ ভাইয়ের মধ্যে এক জনের মৃত্যু হল এসএসকেএমে (SSKM)। আশঙ্কাজনক অবস্থায় আর এক ভাইয়ের চিকিৎসা চলছে এই হাসপাতালে। কাঁকিনাড়া (Kankinara), মিনাখাঁর পর মাড়গ্রাম। পঞ্চায়েত ভোটের আগে ফের বোমার শিকার হল শৈশব। 

বীরভূমে (Birbhum) বোমায় জখম ২ বালক SSKM-এ জখম এক বালকের মৃত্য়ু। শেষ রক্ষা হল না! মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়াইয়ে ছেদ টেনে দিল ছোট্ট জীবন। ৬ দিনের মাথায় মৃত্যু হল বীরভূমের মাড়গ্রামের বোমায় জখম হওয়া বালকের। 

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের বোমার শিকার হল শৈশব! বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামাবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই। দুজনেরই বয়স ৮ বছর। 

শুক্রবার সকালে বাড়ির দোতলায় বসে খেলার সময় বল ভেবে হাত দিয়েছিল বোমায়। কে জানত, সেটাই দুই ভাইয়ের শেষ দেখা! আচমকা বিস্ফোরণে ঝলসে যায় দুই ভাই। তাদেরকে নিয়ে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান পরিজনরা। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে।

সেখানেই বুধবার ভোরে মৃত্যু হয় এক বালকের। যদিও বোমা বিস্ফোরণের দাবি মানতে নারাজ দুই শিশুর আত্মীয়রা। তাঁদের দাবি, বিয়ে উপলক্ষে কেনা চকোলেট বোম ফেটেই আহত হয় দুই ভাই। 

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। চড়ছে উত্তেজনার পারদ। জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের। বোমায় শৈশব রক্তাক্ত হয়েছে মালদার মানিকচক থেকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। গত মাসের ১৪ তারিখ বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হয় এক কিশোর।

এবার বীরভূমেরই মাড়গ্রামে জখম বালকের মৃত্যু হল কলকাতার হাসপাতালে। ঘটনার দিনই দুই বালকের দাদু, জামিরুল ইসলামকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ও জখম বালকের মামা পলাতক।

উল্লেখ্য পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে ফের বোমা বারুদের আস্ফালন। বোমা ফেটে গুরুতর জখম হয়েছে ৮ বছরের ২ শিশু। ঝলসে গেছে শরীর। পরিবারের দাবি, বোমা নয়, বাজি ফেটে বিস্ফোরণ। যদিও পুলিশ জানিয়েছে, বোমা ফেটেই ঘটেছে মারাত্মক এই ঘটনা। 

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার নাবালকরা।

  • এর আগে ২২ নভেম্বর, মালদার মানিকচকে বোমা ফেটে জখম হয় দুই শিশু।
  • ১৭ নভেম্বর, দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয় দুই কিশোর।
  • ১৬ নভেম্বর, উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, মামার বাড়িতে বেড়াতে এসে বোমা ফেটে মৃত্যু হয় ৯ বছরের বালিকার। 
  • এর আগে ২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের মজুত করা বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। 
  • এর তিনদিন আগে, ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় ৭ বছরের এক শিশুর। বিস্ফোরণে হাত উড়ে যায় ১০ বছরের এক বালকের।

আরও পড়ুন: Job Seeker: নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের মহাজোট, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের কাছে ধুন্ধুমার