কলকাতা: জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ (Klikk) মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া' (Olokkhis in Goa)। সিরিজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে জয়দীপ বন্দ্যোপাধ্যায় (Joydeep Banerjee)। প্রযোজনায় 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'। 


আসছে 'অলক্ষ্মীজ ইন গোয়া'


'ক্লিক'-এ মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া'। প্রধান চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কা মন্ডল, প্রিয়ঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরি সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা, দিলীপ ভারতী, সোমনাথ মন্ডল ও সুস্নাত ভট্টাচার্যকে।


সিরিজের গল্প অনুযায়ী, তিতাস, বর্ষা, হৈ আর রণিতা ছোটবেলা থেকেই বন্ধু৷ মফস্বলের জল হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকে পরিবার, সমাজ, সকলে অলক্ষ্মী বলে ডেকেছে। ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল প্রসিদ্ধ। দেশের আপামর বলিউড প্রেমীদের মত ওরাও 'দিল চাহতা হ্যায়' দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলারেটে গোয়া যাবে৷


ঠিক কুড়ি বছর পরে তিতাসের যখন অবশেষে বিয়ে ঠিক হয়ে যায়, তখন সবাই মিলে সেই প্ল্যানটা করেই ফেলে। বহু অপেক্ষার সেই গোয়া ট্রিপ। চারজন অভিন্ন হৃদয় বন্ধু প্ল্যানমাফিক গোয়ায় গিয়ে পৌঁছলেও শুরু থেকেই দেখা যায় একের পর এক বিপত্তি। প্রথমেই গোয়ায় গিয়ে রণিতার স্বামী তারকা রাজনীতিক অর্পণের সঙ্গে ঝামেলার চোটে হোটেল ছাড়া হয়ে পড়ে ওরা। তারপর তাদের ভিলাতেই এক আচমকা মৃত্যুতে জীবনে নেমে আসে ভয়াবহ বিপদ। মৃতদেহ নিয়ে কী করবে কোথায় যাবে বুঝে উঠতে পারে না তারা। অন্যদিকে গোয়ার ফেরার আসামী আন্ডারটেকারের খোঁজে সক্রিয় হয়ে ওঠা পুলিশও জড়িয়ে পড়ে তাদের সঙ্গে। পরতে পরতে বদলে যেতে থাকে গল্পের প্রতিটি অধ্যায়৷


শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রণিতা, হৈ এবং বর্ষা, পারবে কি এইসমস্ত সঙ্কট কাটিয়ে বেরিয়ে এসে তাদের বন্ধুত্বের সমাবর্তন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? 'ডার্ক কমেডি'র মোড়কে নির্মিত 'অলক্ষ্মীজ ইন গোয়া'য় মিলবে সব প্রশ্নের উত্তর।


আরও পড়ুন: Arijit Singh: 'বাংলায় এখন অসহিষ্ণু-অসৌজন্যের সরকার', অরিজিৎ সিংহের কনসার্ট বিতর্কে প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের


পরিচালকের কথায়, '৫ বছর আগে ভাবা একটা গল্প, ২ বছর ধরে যেটা আমি বানানোর চেষ্টা করছি। অনেকদিক দিয়ে অনেকরকম বাধা এসেছে। সমস্তটা পেরিয়ে সিরিজটা অবশেষে আগামী মাসে পর্দায় আসতে চলেছে। ফলে আমি আপাতত খুবই স্বস্তিতে এবং একইসঙ্গে ভীষণ উত্তেজিত।' তিনি আরও বলেন, 'আমাদের অলক্ষ্মীরা পর্দার সামনে এবং পেছনে একইরকম প্রভাবশালী। টলিউডের পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে অনেক কথা হয়, আমাদের সেটে কিন্তু পুরোদস্তুর মাতৃতন্ত্র চলেছে!'