এরশাদ আলম, বীরভূম: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এবার তলব বিজেপি (BJP) নেতাকে। বীরভূমের (Birbhum) বিজেপি নেতা কালোসোনা মন্ডলকে তলব করেছে সিবিআই। সোমবার সকালে, কালোসোনা মণ্ডলকে দুর্গাপুরের অস্থায়ী সিবিআই ক্যাম্পে হাজির হতে বলা হয়েছে। বিজেপি নেতাদের দাবি দলীয় কর্মীদের বাঁচাতে তিনি কয়েকজন তৃণমূল নেতাকে ফোন করেন।
বিজেপি নেতাকে তলব:
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এই প্রথম বীরভূমের কোনও বিজেপি (BJP) নেতাকে তলব করল সিবিআই। বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতের নির্দেশে রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তদন্ত করছে সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আর কাদের জিজ্ঞাসাবাদ:
অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিউড়ির (Suri) তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়, শাসক দলের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়েছেন বীরভূম জেলার একাধিক ব্যবসায়ী, এমনকী তারাপীঠ মন্দিরের সেবায়েতও।
সূত্রের খবর, গত বিধানসভা ভোটের ফল ঘোষণার পর, অনুব্রত মণ্ডলের সঙ্গে ওই ব্যক্তিদের ফোনে কী কথা হয়, তা জানতে চান তদন্তকারীরা। এই প্রেক্ষাপটে বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে সিবিআই তলব ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডল বলেন, 'বহু টিএমসি নেতার সঙ্গে হয়তো কথা হয়ে থাকতে পারে, সেদিন যা অবস্থা ছিল কর্মীদের বাঁচাতে গিয়ে কথা হয়েছে। অনুব্রতদার সঙ্গে কথা হয়েছে কিনা মনে নেই। তৃণমূল নেতাদের ফোন করে বলি এটা কী হচ্ছে।'
কী বলেছে তৃণমূল:
বীরভূমের তৃণমূল (TMC) সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, 'আমরা আশ্চর্য হচ্ছি, বিগত ভোটের পর থেকে কালোসোনার সঙ্গে তাঁর পার্টির দ্বন্দ্ব রয়েছে। অদ্ভুত লাগছে সিবিআই হয়তো মনে করেছে তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ আছে।'
বিজেপির দাবি:
বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'যদি ফোনে ওঁর সঙ্গে কথা বলেন, কে ফোন করতে বলেছিল, তার উত্তর কালোসোনা মণ্ডল দেবেন। যে কোনও রাজনৈতিক দল এর সঙ্গে থাকলে শাস্তি হওয়া উচিত।'
গত বছর ২ মে, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন বীরভূমের ইলামবাজারে, বিজেপি কর্মী গৌরব সরকার খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই মামলায় সোমবার তলব করা হয়েছে বিজেপি নেতা কালোসোনা মণ্ডলকে। এদিন দুর্গাপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন বীরভূমের খয়রাশোলের তৃণমূলের ব্লক সভাপতি, নদিয়ার বেশ কিছু তৃণমূল নেতা, কর্মী।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিতর্ক, গ্রেফতার বিজেপি নেতা