অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে দেশজুড়ে চলছে বিতর্ক। বাংলাতেও বিভিন্ন এলাকায় গন্ডগোল হচ্ছে। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (social media) উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে গ্রেফতার বিজেপি (BJP) নেতা। পশ্চিম মেদিনীপুরের (paschim medinipur) বেলদা থেকে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতাকে। এমন ঘটনায় তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির তরজা।
কী অভিযোগ:
হাওড়া থেকে মুর্শিদাবাদ, রাস্তা অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ-একাধিক ঘটনায় তোলপাড় বিভিন্ন এলাকা। রবিবার সকালেও মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। এর আগে হাওড়ার পাঁচলায় বিক্ষোভের নামে কার্যত ভাঙচুর চালানো হয়। দোকান-বাইক জ্বালিয়ে দেওয়া হয়। এবার উস্কানিমূলক পোস্টের অভিযোগ। ফেসবুকে পোস্ট করায় গ্রেফতার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদার (Belda) বিজেপি নেতা শিবশঙ্কর জানাকে। পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। নিজের করা ফেসবুক (facebook) পোস্ট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ধৃত বিজেপি নেতা।
শাসক-বিরোধী তরজা:
এই গ্রেফতারি ঘিরে তৃণমূল (TMC) ও বিজেপির মধ্যে প্রবল ঝামেলা শুরু হয়। পঞ্চায়েত ভোটের আগে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলকেই নিশানা করেছে বিজেপি। তৃণমূলের জন্যই রাজ্যে ঝামেলা হচ্ছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন, 'উস্কানিমূলক মন্তব্য করছে বিজেপি। পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি-আরএসএস।' বাংলার এই ঘটনাগুলির জন্য তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'সারা দেশ শান্ত হয়ে গেছে, কিছু দুষ্কৃতী এখন দিল্লির ঘটনা নিয়ে বাংলায় ঝামেলা চালাচ্ছে। তৃণমূল হিংসা বন্ধ না করে উস্কানি দিচ্ছে।'
আরও পড়ুন: হিংসা রুখতে কড়া বার্তা পুলিশের, সম্প্রীতি বজায় রাখার বার্তা