এরশাদ আলম, বীরভূম: রাস্তা একটাই। অথচ তা নিয়ে যুযুধান দুই পক্ষ। পুরভোটের (WB Municipal Polls 2022) আগে দুবরাজপুরে (Dubrajpur News) এখন এমনই অবস্থা। কেন্দ্রের বিজেপি সরকারের বদান্যতায় রাস্তা নির্মাণে অনুমোদন মিলেছে বলে একদিকে যেমন দাবি গেরুয়া শিবিরের। অন্য দিকে, তিনি তদ্বির না করলে রাস্তার অনুমোদন সম্ভব হত না বলে পাল্টা দাবি বীরভূমের সাংসদ শতাব্দি রায়ের। তাতেই রাজনৈতিক তরজা চরমে উঠেছে সেখানে।


বীরভূমের (Birbhum News) দুবরাজপুর পুরসভার অন্তর্গত বাইপাস সড়কের অনুমোদন মিলেছে সম্প্রতি। পুরভোটের আগে তারই কৃতিত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে। দুবরাজপুরে পুরসভা নির্বাচনের প্রচারে এসে সম্প্রতি বিজেপি-র (BJP) জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘দুবরাজপুর শহরের মূল সমস্যা হল যানজট। সাধারণ মানুষকে তা থেকে মুক্তি দিতে চার লেন বিশিষ্ট রাস্তার অনুমোদন পাশ করিয়েছে কেন্দ্র সরকার। এতে দুবরাজপুরবাসীর বহুদিনের সমস্যার সমাধান হয়েছে।’’


আরও পড়ুন: South 24 Parganas News: অটো থেকে ছিটকে রাস্তায়, গাড়ি চলে গেল মাথার উপর দিয়ে, বেঘোরে মৃত্যু যাত্রীর


কিন্তু অন্যায় ভাবে বাইপাসের অনুমোদনের কৃতিত্ব ভাঙিয়ে বিজেপি প্রচার করছে বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)। সেখানে পুরসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিষয়টি নিয়ে সরব হন শতাব্দি  (Satabdi Roy)। তিনি বলেন, ‘‘সংসদে দুবরাজপুর বাইপাসের কথা তুলেছিলাম আমি। তাতেই অনুমোদন মিলেছে। লুকিয়ে চুরিয়ে বা ফোনে গল্প করে কিছু হয়নি। চিঠি দিয়েছি, মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কারও কাছে কিছু গোপন নেই। সকলে সব জানেন।’’


এ বিষয়ে দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা বলেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার এবং পরিবহণ বিভাগের মন্ত্রী থাকাযতেই এই বাইপাস সড়কের অনুমোদন মিলেছে। কিন্তু বিরোধী দল রাজনীতি করার জন্য পৌরসভার নির্বাচনে এই ধরনের প্রচার করছেন।’’ নাম না করে শতাব্দিকে নিশানা করে বলেন, ‘‘উনি তো এর আগেও দু’বার সাংসদ ছিলেন। তাহলে তখন অনুমোদন করাননি কেন? আসলে পৌর নির্বাচনের জন্য এই ধরনের প্রচার করছেন।’’


কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সড়ক ১১৪-এ রামপুরহাট মনসুবা মোড় থেকে ঝড়খণ্ড সীমান্তের শুঁড়িচুয়া পর্যন্ত রাস্তাটি দু’টি লেনে সম্প্রসারণ করা হবে। জাতীয় সড়ক ২-বি-র অধীনে থাকা রাস্তার সম্প্রসারণ হবে চার কিলোমিটার, বর্ধমান সীমান্ত থেকে বোলপুর শিবতলা মোড় পর্যন্ত। আবার বোলপুরের শিবতলা মোড় থেকে মাল্লারপুর পর্যন্ত ৫৭ কিমি রাস্তার সম্প্রসারণ হবে এবং দুবরাজপুর শহরের মধ্যে দিয়ে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়কটিকে শহরের বাইরে দিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হবে চার লেন বিশিষ্ট রাস্তা।