ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: সপ্তাহের প্রথম দিনই বড়দিন। আর সেদিনই বীরভূমের (Birbhum) তারাপীঠে উপচে পড়ল ভক্তদের ভিড়। যে কোনও ছুটির দিন বা ভাল দিনেই পুজো দেওয়ার জন্য তারাপীঠে ভক্তদের ঢল নামে। এদিনও তার ব্য়তিক্রম হয়নি। সকাল থেকেই তারাপীঠে (Tarapith Temple) উপচে পড়েছে ভিড়। সকাল থেকেই লম্বা লাইন দেখা গিয়েছে তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার জন্য।


সামনেই ইংরেজি নতুন বছর। তার আগে তারা মায়ের পুজো দিতে ভিড় জমান পুণ্যার্থীরা। ছুটির দিন হওয়ায় ভিড় বেড়েছে আরও। ভক্তদের ভিড় সামলাতে মন্দির কমিটি থেকে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। তারা মায়ের গর্ভগৃহে ঢুকে কেউ মোবাইলে যাতে ছবি না তোলেন, সেই দিকে কড়া নজর রাখার জন্য আবেদন করেছে মন্দির কমিটি।


বড়দিন (Christmas 2023) উপলক্ষে রাজ্যে উৎসবের আমেজ। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রয়েছেন রাজ্যবাসী। বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছেই। আর তাই নিয়ে উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা রাজ্য। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্‍সব উপলক্ষ্যে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। বড়দিনের আগে কলকাতায় রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। বেপরোয়া গাড়ি মত্ত অবস্থায় গাড়ি চালানো, হেলমেট ছাড়া বা ২ জনের বেশি বাইকে চড়া--সহ বিভিন্ন অভিযোগে ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছিল পুলিশ। ট্রাফিক পুলিশের তরফে দায়ের হয়েছে ৪৫৯টি মামলা রুজু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই বো ব্যারাকস থেকে পার্ক স্ট্রিট, উপচে পড়েছে ভিড়। নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল।   


আলিপুর চিড়িয়াখানা:
বড়দিনের ছুটিতে সকাল থেকে আলিপুর চিড়িয়াখানায় লম্বা লাইন দেখা গিয়েছে। বাঘ, সিংহ,হাতি, জিরাফদের দেখতে কচিকাঁচাদের হাত ধরে ভিড় করেছেন বড়রাও। পশু-পাখিদের খাঁচার সামনে উঁকিঝুঁকি। গতকাল ৭০ হাজারের বেশি দর্শক এসেছিলেন। বড়দিনে জন সমাগম সেই সংখ্যাটা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ।


নিক্কো পার্ক:
সকাল থেকে জমজমাট ছবি দেখা গিয়েছে নিক্কো পার্কে। রকমারি জয় রাইডের মজা উপভোগ করতে, কলকাতার পাশাপাশি, দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করেছেন। সঙ্গে হই-হুল্লোড়, জমিয়ে খাওয়াদাওয়ারও ব্যবস্থা রয়েছে। 


আরও পড়ুন: ৬ বছরেই 'টাকার পাহাড়', কেজিতে মিলেছে সোনা! নেপথ্যে পুর নিয়োগে লেনদেন?