ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বীরভূমে (Birbhum ) মাড়গ্রামে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা। পুলিশ সূত্র খবর, মাড়গ্রামে (Margram) বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজ্জাউদ্দিন শেখের খামার বাড়ি থেকে ৩ টি ব্যাগ ভর্তি বোমা মিলেছে। অন্যদিকে, জগদ্দলে পরিত্যক্ত রেল কোয়ার্টারে মিলল ২টি তাজা বোমা।


দগদগে মৃত্যুর ক্ষত


আবার সেই মাড়গ্রাম। গত সপ্তাহে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের ভাই-সহ ২ তৃণমূল কর্মীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাড়গ্রামে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা। তাৎপর্যপূর্ণভাবে যেখানে ৩ ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে, সেটি মাড়গ্রামে বোমা ফেটে ২ তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজাউদ্দিন শেখের খামার বাড়ি।


গত শনিবার রাতে মাড়গ্রাম ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ এবং দলীয় কর্মী নিউটন শেখ বাইকে করে যাওয়ার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিনই তৃণমূল কর্মী নিউটনকে, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College Hospital) মৃত ঘোষণা করেন চিকিৎসরা। পরের দিন পঞ্চায়েত প্রধানের ভাই লালটু শেখের SSKM-এ মৃত্যু হয়। 


থমথমে মাড়গ্রাম


বোমা মেরে খুন করার অভিযোগ তোলে পরিবার। এরপরই তদন্তে নেমে সুজাউদ্দিন শেখ ও তাঁর ২ ছেলে সহ ৬জনকে গ্রেফতার করে পুলিশ। এবার সেই সুজাউদ্দিনের খামার বাড়ি থেকে উদ্ধার হল বোমা। তৃণমূলের দাবি, তাদের টিকিটে পঞ্চায়েত সদস্য হলেও বর্তমানে কংগ্রেসে যোগ দিয়েছেন সুজাউদ্দিন। রামপুরহাট ১-এর তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেছেন, 'সুজাউদ্দিনের বিরুদ্ধে বোমা মারা অভিযোগ ওঠে তার বাড়িতেই বোমা মিলেছে। অভিযোগের সত্যতা প্রমাণিত।' পাল্টা রামপুরহাটের কংগ্রেস টাউন সভাপতি শাহজাদা কিনু বলেছেন, 'উনি কংগ্রেস না তৃণমূল ঠিক জানি না।'


উত্তর ২৪ পরগনাতেও উদ্ধার বোমা


সাম্প্রতিক অতীতে বোমা-বারুদের আস্ফালনে বারবার রক্তাক্ত হয়েছে মাড়গ্রাম ! রেহাই পায়নি শৈশব। ন্যদিকে, উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার সুন্দিয়া কলোনিতে পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে দুটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। পরে রেল পুলিশ এসে পরিত্যক্ত ঘরগুলি ভেঙে গুঁড়িয়ে দেয়। কারা, কেন ওখানে বোমা লুকিয়ে রেখেছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।


আরও পড়ুন- আঁকাবাঁকা অক্ষর, কচি হাতে উঠে এল বুকফাটা কষ্ট, স্কুলের ড্রপবক্সে খুদেদের বিষাদ-পাহাড়