ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : মিড ডে মিলে ডালের বালতির মধ্যে পড়েছিল কুণ্ডলী পাকানো সাপ। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা। সেই ঘটনায় এদিন বীরভূমের ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়।
সোমবার, ময়ূরেশ্বরের ওই প্রাথমিক স্কুলে মিড ডে মিলের খাবারের মধ্যে সাপ পড়ে থাকতে দেখা যায়। কীভাবে ওই ঘটনা ঘটল, এদিন স্কুল কর্তৃপক্ষের কাছে তা জানতে চান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। বীরভূমের ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পড়ার ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। আজ মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যান কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়।
মিড ডে মিলে ডালের বালতির মধ্যে পড়েছিল কুণ্ডলী পাকানো সাপ! সেই ডাল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া! সবার নজর এড়িয়ে কীভাবে এমন ঘটনা ঘটল? খতিয়ে দেখতে এবার ঘটনাস্থলে West Bengal Commission for Protection of Child Rights বা WBCPCR. বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যাান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। কথা বলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে।
ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে গত সোমবার। মিড ডে মিল রান্না করার সময় ডালের মধ্যে সাপ পড়ে যায়। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পড়ুয়া। ১৬জন শিশুকে ভর্তি করা হয় রামপুরহাট হাসপাতালে। ঘটনার প্রতিবাদে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ভাঙচুর করা হয় এক শিক্ষকের মোটর বাইক।
ওই ঘটনায় শোকজ করা হয় স্কুলের টিচার-ইন-চার্জ নিমাই মণ্ডলকে। পাশাপাশি, ড্যামেজ কন্ট্রোলে নামে জেলা শিক্ষা দফতর। মঙ্গলবার সিউড়ির দুটি স্কুল পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বসে পড়েন মিড ডে মিল খেতে।
'মিড ডে মিল কাণ্ড'-এ শোকজ
বীরভূমের ময়ূরেশ্বরে মিড ডে মিলে সাপ মেলার পরের দিনই আসরে নামলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। সিউড়ির একটি স্কুলে পড়ুয়াদের সঙ্গে বেঞ্চে বসে মিড ডে মিল খেলেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।
সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি, ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে ডালের বালতিতে সাপ পড়ে থাকতে দেখা যায়। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে একের পর এক পড়ুয়া। এ নিয়ে তোলপাড় পড়ে যায়। রাতারাতি শোকজ করা হয় স্কুলের টিচার-ইন-চার্জ নিমাই মণ্ডলকে। ড্যামেজ কন্ট্রোলে নামে জেলা শিক্ষা দফতর।
মঙ্গলবার সিউড়ির দুটি স্কুল পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বসে পড়েন মিড ডে মিল খেতে। পডুয়াদের মাথার ওপর তখন দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে মাকড়সা।
বীরভূমের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, 'সরকার ছাত্রছাত্রীদের জন্য যে মিড ডে মিলের বরাদ্দ দিচ্ছে, তাতে খাবারটা খাবারের মতো হওয়া উচিত। সেই জন্য শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয়, আমি সামাজিক জাগরণের কথা বলছি। অভিভাবকদেরও একটু নজর দিতে হবে।' এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।