আবীর ইসলাম, বীরভূম: এবার দুই শাল বিক্রেতার কাছ থেকে কাশ্মীরি শাল কিনতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। শুধু তাই নয়, বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে রীতিমতো দরদাম করে কেনাকাটা করতে দেখা গেল। বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ে কাশ্মীরি দুই বিক্রিতা নাসির ও বাদশার থেকে শীতে শাল কিনতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।


জানা যাচ্ছে,  কিছুদিন আগেই বোলপুরে তৃণমূল কার্যালয়ে দেখা গিয়েছিল তার বিভিন্ন বলা সময়ে বক্তবে অভিনয় করতে বোলপুরে বাসিন্দা ইউটিউবার সাজিদ খান কে , রীতিমতো অনুব্রত মণ্ডলের পাশে বসেই অভিনয় করতে । এবার বোলপুরে তৃণমূল জেলা কার্যালয়ে শাল কিনতে , বেশ কিছুক্ষণ ধরে চলল দরদাম । কাশ্মীরি দুই শাল বিক্রেতা একটা সালের দাম ঠিক করে পাঁচ হাজার টাকা শেষমেষ দরদাম করে চার হাজার টাকায় একটি শাল কিনলেন । কেনার সময় শাল গায়ে জড়িয়ে দেখেন অনুব্রত মণ্ডল। পাশেই বসে ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। তিনি আবার প্রশংসা করে বলেন ভালোই লাগছে । কাশ্মীরি দুই শাল বিক্রেতা অনুব্রত মণ্ডলকে উপহার হিসেবে দিলেন বলে জানা যাচ্ছে। বীরভূমের দাপুটে নেতাকে তাঁরা একটি গামছা উপহার দেন।


আরও পড়ুন - Corona Restrictions: করোনা সংক্রমণ রুখতে তৎপর বীরভূম প্রশাসন, তারাপীঠে বন্ধ হোটেল-লজ | Bangla News


শাল কেনার বিষয় জিজ্ঞাসা করতেই অনুব্রত মণ্ডল বলেন, 'কাশ্মীরের দুই বাসিন্দা নাসির আর বাদশা এসেছে এখানে। আমি যখ কাশ্মীরে যাই, তখন ওদের সঙ্গে আমার পরিচয় হয়। এবার বোলপুরে এসে ওরা শাল বিক্রি করছে। আমি ওদের থেকে একটা কালো রঙের শাল নিলাম। বুঝতেই পারছেন লকডাউনে ওদের অবস্থা খুবই খারাপ। ব্যবসাও হয়নি একেবারে। এবার তো কাশ্মীরে লোকজন খুবই কম গিয়েছে। আর শাল বিক্রি করাই ওদের মূল ব্যবসা। তাই এমন সময় ওদের পাশে দাঁড়াতে ওদের থেকে শাল কিনলাম।'


আরও পড়ুন - Kali Puja 2021: বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে অধিষ্ঠান মা মৌলীক্ষার, কালীপুজোতে দুই রাজ্যের মানুষের উপস্থিতিতে চলে আরাধনা


শাল কেনার পাশাপাশি খেলা নিয়েও আলোচনায় ব্যস্ত অনুব্রথ মণ্ডল। তাঁকে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলার প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই তিনি বলেন যে তিনি মোহনবাগানের সমর্থক।