ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বীরভূমে গরুপাচারের (Cow Smuggling Case) এপিসেন্টার কি এবার রামপুরহাট ? সোমবার রাতে বীরভূমের (Birbhum) রামপুরহাটের তিনটি থানা এলাকা থেকে ৪২০ টি গরু উদ্ধার করল পুলিশ। সঙ্গে দুজন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে আসা এই গরুগুলিকে রামপুরহাট, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল বলে পুলিশের (Police) অনুমান। আর এ নিয়েই সরব হয়েছে বিরোধীরা। জবাব দিয়েছে শাসকদল।
বীরভূমে কি ফের শুরু হয়েছে গরুপাচার ? পাচারের জন্য তৈরি হয়েছে নতুন রুট ? বীরভূমে গরুপাচারের এপিসেন্টার কি এবার রামপুরহাট ? সোমবার রাতে বীরভূমের রামপুরহাট মহকুমার বিভিন্ন জায়গা থেকে কয়েকশো গরু আটকের ঘটনা ফের তুলে দিল প্রশ্নগুলো। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। তখনই রামপুরহাট মহকুমার তিন থানা এলাকা থেকে মোট ৪২০ টি গরুকে বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে নলহাটি থেকে ২০১ টি, রামপুরহাটে ২০০ এবং মাড়গ্রাম থেকে ১৯ টি গরুকে বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা গরুগুলির কোনও বৈধ নথি দেখাতে পারেনি।
এর আগে গরুপাচার মামলায় (Cow Smuggling Case) তদন্তে নেমেছে সিবিআই (CBI) ও ইডি (ED)। গ্রেফতার করা হয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। উঠে এসেছে গরুপাচার নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, বীরভূম বরাবরই গরুপাচারের অন্যতম সেফ করিডর। আগে ঝাড়খণ্ড থেকে বর্ধমান হয়ে বীরভূমের বোলপুর অথবা সিউড়ি হয়ে সেই গরু মুর্শিদাবাদ দিয়ে সীমান্তের ওপারে বাংলাদেশে পাচার হয়ে যেত। অর্থাৎ গরুপাচারের এপি সেন্টার ছিল বোলপুর ও সিউড়ি। ইলামবাজারের পশুহাটের কথা এবিপি আনন্দে এর আগে বেশ কয়েকবার তুলে ধরা হয়েছে।
কিন্তু গরুপাচার নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে গরুপাচারেও হারও অনেকটা কমেছিল বলে মনে করছেন অনেকেই। কিন্তু সোমবার রাতের ঘটনা ফের কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের। পুলিশ সূত্রে দাবি, বর্তমানে বীরভূমের রামপুরহাটকে পাচারের এপিসেন্টার করতে চাইছে পাচারকারীরা। ঝাড়খণ্ডের দিক থেকে প্রথমে রামপুরহাটের বিভিন্ন জায়গায় আনা হচ্ছে গরুগুলিকে। তারপর সুযোগ বুঝে সেখান থেকে মুর্শিদাবাদ ও তারপর পাচার করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। জেলা পুলিশ সূত্রে দাবি, গরুপাচার রুখতে এধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
আরও পড়ুন- ২০১১-র পর থেকে রেশন বণ্টনে দুর্নীতি, ক্ষতি কয়েকশো কোটির, চার্জশিটে দাবি ইডির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।