ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সরকারি হাসপাতালে (Govt Hospital) মহিলাদের ওয়ার্ডে ভেঙে পড়ল ফলস সিলিং। আহত দুই রোগিণী। এই ঘটনায় আতঙ্কিত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের (Siuri Super Speciality Hospital) রোগীরা। হাসপাতালে যান বীরভূম (Birbhum) জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (Trinamool Congress)।           


ঠিক কী ঘটেছে?


বেডে শুয়েছিলেন রোগিণীরা। আচমকাই মাথার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফলস সিলিংয়ের একটা বড় অংশ। বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেও ২ জন জখম হন। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকাল ১০টা নাগাদ হাসপাতালের পাঁচতলায় মহিলাদের মেডিসিন ওয়ার্ড। রোগিণীদের দাবি, আচমকাই বিকট শব্দে ফলস সিলিংয়ের একটা বড় অংশ খুলে বেডের ওপর পড়ে।


এই ঘটনায় ২ জন রোগিণী আহত হন। একজনের মাথা ফেটে যায়। আরেকজনের হাতে চোট লাগে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় রোগী ও তাঁদের পরিজনেদের মধ্যে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আহত রোগী সনিয়া মাল বলেন, 'ডাক্তার দেখে ওদিকে গিয়েছে। তখনই দেখি সব ছেড়ে পড়ছে। যে পেরেছে বেরিয়ে গেছে। যে পারেনি ভিতরে ছিল।'                                                    


আরও পড়ুন, ICDS কেন্দ্রের খাবারে টিকটিকি! খাবার খেয়ে অসুস্থ একাধিক শিশু


এদিকে, খবর পেয়ে হাসপাতালে যান বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি। তিনি বলেন, 'পেশেন্ট ঠিক আছে। দেখছি যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলে যাতে সমাধান করা যায় সেটা দেখছি।'                                                     


সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। দশতলা বাড়ি বাইরে থেকে ঝাঁ চকচকে দেখালেও, ভিতরের চেহারা কঙ্কালসার। এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসকদল। 


দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে তারা।