সন্দীপ সরকার, কলকাতা : রেশন বণ্টনে ( Ration Scam ) দুর্নীতির অভিযোগে, ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick )। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। সেদিনই আদালতে ইডি হেফাজতের নির্দেশ শুনেই এজলাসে মূর্ছা যান মধুমেহর রোগী জ্যোতিপ্রিয় মল্লিক। বমিও করে ফেলেন তিনি!  সেদিনই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সোডিয়াম-পটাসিয়ামের মাত্রাও নিয়ন্ত্রণের মধ্যে। মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে CCU-তে ভর্তি হন জ্যোতিপ্রিয় মল্লিক। 


শারীরিক অবস্থা স্থিতিশীল


সোমবার সকালের খবর, আপাতত জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, তিনি যে সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন, তা এই মুহূর্তে নেই। এই পরিস্থিতিতে মন্ত্রীকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবার দুপুরে বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড।


হাসপাতাল সূত্রে খবর, সোমবার ফের স্নায়ুরোগ বিশেষজ্ঞরা জ্যোতিপ্রিয়কে পরীক্ষা করবেন। মন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ইতিমধ্য়েই ED-র হাতে তুলে দেওয়া হয়েছে বলে অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর।  


 কোন কোন অসুখে ভুগছেন জ্যোতিপ্রিয়?


সূত্রের খবর, ক্রনিক কিডনির রোগে ভুগছেন মন্ত্রী। তাই স্বাভাবিকের তুলনায় ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা বেশি। সুগার লেভেল কিছুটা বেশি হলেও, নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি। হৃদযন্ত্রের অবস্থাও সন্তোষজনক বলে রবিবার জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার দুপুর পর্যন্ত চলে হল্টার মনিটরিং।


জ্যোতিপ্রিয় হাইপার টেনশন ও ডায়াবেটিসের রোগী, তাই তাঁর জন্য সফট ডায়াবেটিক ডায়েট চার্ট তৈরি করে দিয়েছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। 


সোমবার সিজিও কমপ্লেক্সে মন্ত্রীর দাদা


অন্যদিকে রবিবার মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনীর পর সোমবার সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজির হলেন মন্ত্রীর দাদা, দেবপ্রিয় মল্লিক। সকাল পৌনে ১০টা নাগাদ ED দফতরে পৌঁছন জ্যোতিপ্রিয়র দাদা। সোয়া ১ ঘণ্টা পর বেরিয়েও যান তিনি। 
রবিবার বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। সূত্রের দাবি, তদন্তকারী অফিসার না থাকায়, কিছুক্ষণ পরই বেরিয়ে আসেন তিনি। বেরোনোর সময়, সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান মন্ত্রী-কন্যা। 


ED দফতরে হাজিরা মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দের


সোমবার রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ED দফতরে হাজিরা দেন জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে। এর আগে অমিতকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। মন্ত্রীর বাড়িতে অভিযানের দিন নাগেরবাজারে অমিত দে-র জোড়া ফ্ল্যাটেও হানা দেয় ED। সূত্রের খবর, ভিনরাজ্য থেকে ডেকে এনে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করা হয়।         


আরও পড়ুন : 


'না রেহেগা বাঁশ না বাজেগি বাঁসুরি', ফের পুরনো ছন্দে দিলীপ ঘোষ, সুরে সুর মেলালেন সুকান্ত