ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: একতলার সিঁড়ি না ভেঙেই সরাসরি তিন-চারতলায় উঠেছেন কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সম্পর্কে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিদায়ী জেলাশাসক (Birbhum Former District Magistrate)। কাজল শেখকে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) তিরস্কারের পর আমলার মন্তব্য় ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখে কুলুপ এঁটেছেন কাজল শেখ।


ইঙ্গিতপূর্ণ মন্তব্য: বীরভূমের পর্ব সাঙ্গ করে, বুধবারই পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে দায়িত্ব নিয়েছেন বিধান রায়। মঙ্গলবার তাঁর বিদায় সম্বর্ধনার আয়োজন করেছিল তৃণমূল পরিচালিত বীরভূম জেলা পরিষদ। আর সেই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের উপস্থিতিতেই তাঁর সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিদায়ী জেলাশাসক। গতকাল বিধান রায় বলেন, “একেবারে সভাধিপতি হিসেবেই এসেছেন আর কী। আমরা সাধারণত বলি যে, একটা উচ্চ অট্টালিকা, সেখানে চারতলা বা পাঁচতলায় পৌঁছতে গেলে, আগে একতলার সিঁড়ি ভেঙে উঠতে হয়। তাহলে তিন চারতলায় ওঠাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু ওনার কাছে সেই অবসর ছিল না।’’

গত ডিসেম্বরে বোলপুরের এসডিও অফিসে তৎকালীন জেলাশাসক বিধান রায়ের উপস্থিতিতেই বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ। এই ঘটনার দু'সপ্তাহের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বীরভূমের বিদায়ী জেলাশাসকের মুখে। তিনি বলেন, তিনি একেবারে সেই তিনতলা বা চারতলায় উঠেছেন। বোঝার চেষ্টা করছেন, কাজ করার চেষ্টা করছেন। অসম্ভব দৌড়ে বেড়াচ্ছেন। প্রায় প্রত্যেকটি জায়গায় পৌঁছনোর চেষ্টা করছেন। ভীষণ উৎসাহ ওঁর মধ্যে এবং একটা ইচ্ছা আছে কিছু করার, কিছু করে দেখানোর, এটা আমি খেয়াল করেছি।’’

ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, “আমি বলব, ডিএম সাহেব আপনি অনেক জ্বালাই সহ্য করলেন। আর কোনও কিছুই যখন জেলা পরিষদ করছে না, তখন মনের জ্বালা মনে মিটিয়ে আপনি সুস্থভাবে ভাল জায়গায় গিয়ে থাকুন আর এরা কোনও কিছু শিখবে না। সব জায়গায় শুধু খাব খাব রব। বানরের গলায় মুক্তোর মালা পেয়েছে আর এই বানর মুক্তোর মালাকে তছনছই করবে।’’ জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “দু'জনেই খুব উঁচু জায়গায় আছেন। একজন অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, একজন জেলা পরিষদে আছেন। প্রায় কম বেশি সমান র‍্যাঙ্ক। দাদাভাইয়ের সম্পর্ক। সেটা কীভাবে কী বলেছেন, তা নিয়ে আমার ব্যক্তিগত কোনও মত নেই। দলীয়ভাবে এই মন্তব্য করা আমার ঠিক হবে না।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Amit Shah: মেয়ের চিকিৎসায় সাহায্য, শাহকে 'কৃতজ্ঞতা' জানাতে দিল্লি সফরে হাঁসদা পরিবার