ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: দশমীর বিসর্জনের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা বীরভূমের ভীমগড়ে। জানা গিয়েছে, ইসগড়া গ্ৰাম থেকে বুধবার লোবা কালি মন্দিরে ১২ জন যুবক পুজো দিতে আসে। অভিযোগ, পুজো দেওয়ার পর তারা অজয় নদে স্নান করতে নামে। স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় কালিচরণ দত্ত ( ৪০) নামের এক যুবক।                                                                                                                                                               


স্থানীয় সূত্রে খবর, তাঁকে বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। কালিচরণ জলে তলিয়েই যান। পরে দুবরাজপুর থানাত পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠিয়ে দেয়।


অন্যদিকে, মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময়ই আছড়ে পড়ে হড়পা বান। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। সেইসময় মালবাজার শহরের একাধিক প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছিল। আশেপাশের চা বাগান থেকেও অনেক প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছিল। নদীর দু’পাশে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন। সেইসময়ই আছড়ে পড়ে হড়পা বান। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। তবে বাড়তে পারে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত নিখোঁজ অনেকে। NDRF-কে উদ্ধারকাজে নামানো হয়েছে।                              


আরও পড়ুন, দশেরায় বিরাট দুর্ঘটনা, জনতার ওপর আচমকাই পড়ল জ্বলন্ত রাবণ


এদিকে, প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকা থেকে জলে পরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে এই ঘটনা ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম অমিত সিংহ, বাড়ি ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি, প্রতিমা বিসর্জন করতে গিয়ে মুর্শিদাবাদের সাটুইয়ে জলে ডুবে মৃত্যু হল মোট দুই জনের।