নয়া দিল্লি: আজ দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা (Dussehra)। এদিকে, এই উৎসবের মাঝে হরিয়ানায় (Haryana) রাবণ দহনের (Ravan Dahan) সময় ভয়ঙ্কর এক দুর্ঘটনা (Accident) হয়। যার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন।


সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বুধবার হরিয়ানার যমুনানগরে দশেরার অনুষ্ঠানে দর্শকদের উপর একটি রাবণের মূর্তি ভেঙে পড়ে। এই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে রাবণ দহন অনুষ্ঠানের মাঝে প্রায় পুড়ে যাওয়া কাঠামোটি মানুষের ওপর ভেঙে পড়ছে। কিন্তু সেটিরও কিছু অংশে তখনও আগুন জ্বলছিল।                                                                                  


গত দুবছর ধরে কোভিড অতিমারির জেরে এই অনুষ্ঠান দেশে এত জমজমাট করে করা যায়নি। তবে আজ এই অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা ছিলই। কিন্তু সেই অনুষ্ঠানে যে এমন বিপদ হবে, তা কেউ ভাবতেও পারেনি। 


দেখুন সেই ভিডিওটি-






আরও পড়ুন, অশুভ শক্তির বিনাশ, দিল্লি থেকে দুর্গাপুর দেশের বিভিন্ন প্রান্তে রীতি মেনে রাবণ দহন


প্রসঙ্গত, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয়, এই উপলক্ষে দিল্লি থেকে দেহরাদুন, দুর্গাপুর থেকে খড়গপুর। দেশের বিভিন্ন প্রান্তে রীতি মেনে রাবণ দহন পর্ব চলছে। দশেরা হল দেবীপক্ষের দশম দিন বা নবরাত্রির দশম দিন। হিন্দুমতে বিশ্বাস করা হয়, এইদিন লঙ্কার রাজা দশানন রাবণকে হারিয়ে শ্রীরামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। দশ মানে দশানন রাবণ, আর হরা মানে হার। দশেরার দিন ভারতের বিভিন্ন জায়গায় রাবণ দহনের মাধ্যমে এই দিন পালন করা হয়। সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ দশেরা উৎসবটি আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে উদযাপিত হয়।