রামপুরহাট: আজ বগটুই গ্রামে যাচ্ছে বিজেপির (BJP) কেন্দ্রীয় দল। ৫ সদস্যের দলে উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ (Bharati Ghosh)।
বীরভূমে হত্যালীলা: নৃশংস হত্যালীলার জেরে থমথমে বগটুই। বাতাসে এখনও পোড়া গন্ধ। এর মধ্যেই আজ দুপুরে বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনাস্থলে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও (Adhir Chowdhury)। এদিকে, বগটুইকাণ্ডে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে মেনে গ্রামে বসানো হয়েছে সিসি ক্যামেরা (CCTV)।
তদন্ত: রামপুরহাটের (Rampurhat Fire) বগটুই গ্রামে ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের উপপ্রধান খুনের পর। একের পর এক বাড়িতে আগুন। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে শিশু-মহিলা সহ ৮ জনের মৃত্যু হয়েছে। বীভৎস এই ঘটনার পর, প্রশ্ন উঠছে, কী করে আগুন লাগল? পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে কি আটজনকে খুন করা হয়েছে? প্রাথমিক তদন্তের পর পুলিশ যে FIR করেছে, তা থেকে এটা স্পষ্ট যে, আগুন লাগিয়ে খুন করা হয়েছে। রামপুরহাটকাণ্ডে FIR’এ যে ধারাগুলি দেওয়া হয়েছে, সেগুলি হল, খুন, আগুন লাগনো, আগুন লাগিয়ে হত্যা, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করা। এছাড়াও, হিংসা ছড়ানোর ধারাতেও FIR করা হয়েছে। যে বাড়ি থেকে সাত জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল, এদিন সেখান থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পরে, বগটুই গ্রামের আগুনে পোড়া অন্য বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করা হয়। বুধবার SIT’এর প্রধান ADG-CID জ্ঞানবন্ত সিংহ বিশেষ তদন্তকারী দলের অন্য সদস্য ও তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন: Rampurhat Fire: 'পুলিশ রয়েছে, তা-ও জ্বলছি', জতুগৃহ থেকেই মেয়েকে ফোন মহিলার, অধরা বহু প্রশ্নের উত্তর