ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রতহীন (Anubrata Mondal) বীরভূমে (Birbhum) ভোটের (Vote) আগেই ২৬টি গ্রাম পঞ্চায়েতে জয় তৃণমূলের (TMC)। ভোটের আগেই লাভপুর ব্লকে ৯টি, নানুর ব্লকে ১১টি গ্রাম পঞ্চায়েতে জয় তৃণমূলের। বোলপুর ব্লকে ভোটের আগেই ৬টি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় থুপসরা, উচকরণ, নোয়ানগর কড্ডা, জলুন্দি পঞ্চায়েতে জয় তৃণমূলের। নানুরের বড়াসাওতা গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২২, সবকটিতেই প্রার্থী তৃণমূলের । ৯টি আসনে প্রার্থী দিয়েও ৬টি থেকে প্রত্যাহার সিপিএমের, নেই আর কোনও বিরোধী প্রার্থী চণ্ডীদাস নানুর পঞ্চায়েতে মোট আসন ১৯, সবকটিতেই প্রার্থী দিয়েছে তৃণমূল। একটি মাত্র আসনে প্রার্থী দিলেও প্রত্যাহার সিপিএমের, নেই আর কোনও বিরোধী প্রার্থী। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২০, সবকটিতেই তৃণমূলের প্রার্থী। ৪টি আসনে প্রার্থী দিয়েও ৩টি থেকে প্রত্যাহার বিজেপির, নেই আর কোনও বিরোধী প্রার্থী।
অন্যদিকে, এবার বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা, নদিয়ার চাপড়া থেকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর - বিরোধী প্রার্থীদের হুমকি, মারধরের অভিযোগ উঠেছে শাসকশিবিরের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে।
কারও অভিযোগ, বিরোধী প্রার্থীদের ঘরে চডাও হয়ে শাসানো হচ্ছে। মারধর করা হচ্ছে। কোথাও অভিযোগ, বিরোধীদের ভয় দেখাতে গ্রামে বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। এমনকি, গভীর রাতে বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে চাপ সৃষ্টির অভিযোগ পর্যন্ত উঠেছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর এবং কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় সিপিএম এবং আইএসএফ কর্মীরা চাঞ্চল্যকর অভিযোগ করছেন। তাঁদের দাবি, গভীর রাতে বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে তৃণমূল।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ৬ দিন, ৪ ঘণ্টা করে সময় দিয়েছিল কমিশন। শনিবার ছিল স্ক্রুটিনি। আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ঠিক তার আগে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের ওপর মনোনয়ন প্রত্যাহারে চাপ সৃষ্টির অভিযোগ ঘিরে শুরু হয়েছে শোরগোল।
আরও পড়ুন, শনি, রাহু ও কেতু একসঙ্গে পিছিয়ে যাচ্ছে, এই ৩ রাশিকে ৬ মাস সাবধানে থাকতে হবে