জাকার্তা: ভারতীয় তারকা শাটলার জুটি চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ইন্দোনেশিয়ান ওপেন ওয়ার্ল্ড ট্যুর সুপার ১০০০-র (Indonesia Open) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিলেন। এই প্রথমবার বিডব্লুএফ সুপার ১০০০ ইভেন্টের ফাইনালে পৌঁছলেন তারকা ভারতীয় শাটলার জুটি।


টুর্নামেন্টের সপ্তম বাছাই চিরাগ, সাত্ত্বিক কোরিয়ান জুটি ক্যাং মিন হিউক ও সিও সিয়াং জাইকে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেমিফাইনালে হারান। ভারতীয় তারকারা কোরিয়ান জুটির বিরুদ্ধে প্রথম গেমে ১৭-২১ পরাজিত হয়। তবে দুরন্ত লড়াই দেখিয়ে পরের দুই গেমেই ২১-১৯, ২১-১৮ স্কোরলাইনে জিতে নিয়ে ম্যাচও জিতে নেন ভারতীয় তারকারা। ম্যাচের শুরুতেই ৬-৩ এগিয়ে যান কোরিয়ান জুটি। শুরুতেই পিছিয়ে পড়ায় গোটা প্রথম গেমে সাত্ত্বিক চিরাগের সামনে আগ্রাসী খেলা ছাড়া তেমন বিকল্পও ছিল না। 


ভারতীয় জুটি ঠিক তাই করে। আগ্রাসী ব্যাডমিন্টন খেলে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষমেশ ১৭-২১ স্কোরলাইনে গেম হারতেই হয় ভারতীয় জুটিকে। দ্বিতীয় সেটেও দুই জুটি একে অপরকে কড়া টক্কর দেন। কিন্তু নিজেদের লড়াকু মানসিকতায় ভর করে ভারতীয় জুটি সেই গেম জিতে ম্য়াচে সমতায় ফেরেন। শেষ গেমে একসময় স্কোরলাইন ১৬-১৬ ছিল। কিন্তু কোরিয়ান জুটির বিরুদ্ধে এই সময়ই অনবদ্য ব্যাডমিন্টন খেলে গেম ও ম্যাচ জিতে নেন চিরাগরা। 


 






 


ঘটনাক্রমে, সাত্ত্বিক, চিরাগই প্রথম ভারতীয় জুটি যারা কোনও সুপার ১০০০ ইভেন্টের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে পেরেছেন। শুক্রবার দিন, ১৬ জুন টুর্নামেন্টের শীর্ষ বাছাই মহম্মদ আর্দিয়ান্তো ও ফজর আলফিয়ানকে হারিয়ে চলতি টুর্নামেন্টের শেষ চারে পৌঁছছিলেন সাত্ত্বিক ও চিরাগ। এবার ফাইনালে খেতাবি লড়াইয়ে ভারতীয় জুটি ঘরোয়া জুটি প্রামুদ্যা কুসুমবর্ধনা, ইয়েরেমিয়া রামবিতান জুটি বা দ্বিতীয় বাছাই অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটির মধ্যে যে সেমিফাইনাল জিতবে তাঁদের বিরুদ্ধে খেলবেন। ফাইনালে খেতাব জয়ের লড়াইটা যে একেবারেই সহজ হবে না। তা বলাই বাহুল্য


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য