নান্টু পাল, সমীরণ পাল : উত্তপ্ত বীরভূম ( Birbhum ) । অনুব্রতকাণ্ডের তদন্তে জেলার একপ্রান্ত থেকে অন্য়প্রান্তে ছুটে বেড়াচ্ছে সিবিআই গোয়েন্দারা। ঠিক এমনই উত্তপ্ত পরিস্থিতিতে সেই বীরভূম থেকেই উদ্ধার হল একগুচ্ছ তাজা বোমা।
তারাপীঠে তাজা বোমা
বুধবার সাতসকালে বীরভূমের তারাপীঠের ( Tarapith ) খামেড্ডা গ্রাম থেকে উদ্ধার হল চার বালতি তাজা বোমা। সকালে গ্রামের পুকুর পাড়ে বালতি ভর্তি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পরে তারাপীঠ থানার পুলিশ গিয়ে ১৫-২০টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে।
স্কুলের পরিত্যক্ত বাথরুম থেকে তাজা বোমা
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana )ব্যারাকপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত বাথরুম থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ l বুধবার সকালে এলাকার মানুষ পরিত্যক্ত জায়গায় বোমা দেখতে পায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে l পুলিশ খবর দেওয়া হয়। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ এসে তিনটি বোমা উদ্ধার করে নিয়ে যায় l
জগদ্দলে রেল লাইনে বোমা-বিস্ফোরণ
দিনকয়েক আগেই উত্তর ২৪ পরগনার জগদ্দল স্টেশনে রেল লাইনে বোমা বিস্ফোরণ হয়। উদ্ধার হয় তাজা বোমাও। ঘটনার পর একজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে জগদ্দল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের কাছে মদ্যপান করছিলেন চার যুবক। তখন তাদের সরিয়ে দেয় GRP। কিছুক্ষণ পরই, রেল লাইনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আশপাশের লোকজন ছুটে গিয়ে এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন। কিন্তু প্রশ্ন উঠছে, কাউকে লক্ষ্য করে কি বোমা ছোড়া হয়েছিল? না কি কোনও নাশকতার ছক ছিল?
দে গঙ্গায় বোমা উদ্ধার
এ মাসের একদম শুরুতেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় প্রাথমিক স্কুলের পিছনে মেলে তাজা বোমা। চাকলার নিকেরআটি এলাকায় প্রাথমিক স্কুলের পিছনে, পাট খেতের মধ্যে বস্তায় পুরে বোমা রাখা হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। পরে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। স্কুলের পিছনে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ফের চলতি মাসেই বোমা উদ্ধার হল এই জেলায় এবং সেই স্কুলের পরিত্যক্ত বাথরুম থেকে । তাই স্বাভাবিক ভাবেই এই ঘটনাকেও হালকা ভাবে নিচ্ছে না পুলিশ।