কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে 'কিশমিশ' ছবির নতুন গান 'তুই বলব না কি তুমি'। ইতিমধ্যেই সেই গানের সুরকে ব্যবহার করে একাধিক ভিডিও পোস্ট করেছেন দেব (Dev) ও রুক্মিনী মৈত্র (Rukmini Maitra)। আর এবার সেই নতুন গানের তালে পা মেলালেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সেইসঙ্গে নতুন ছবির জন্য শুভেচ্ছাও জানালেন জুটিকে।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দিতিপ্রিয়া। সেখানে দেখা যায়, সাদা শার্ট আর ডেনিমে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কানে ইয়ারপড দিয়ে দিতিপ্রিয়া পা মেলালেন নতুন গানের সঙ্গে। ফুটিয়ে তুললেন পর্দায় দেবের করা স্টেপও। ক্যাপশনে লিখলেন, 'কিশমিশ এর গোটা টিমকে শুভেচ্ছা।'
'কিশমিশ'-এর গল্প
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে 'কিশমিশ' ছবির ট্রেলার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কিশমিশ' ছবির ট্রেলার পোস্ট করেছেন অভিনেতা দেব। সঙ্গে লিখেছিলেন, 'আজ থেকে 'কিশমিশ' শেখাবে ভালোবাসার নতুন মানে। আমাদের আগামী ছবির ট্রেলার প্রকাশ্যে। আগামী ২৯ এপ্রিল আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে।' 'কিশমিশ' ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ অভিনেতারা।
আরও পড়ুন: Ankita Lokhande Updates: মা হতে চলেছেন অঙ্কিতা? জানেনই না ভিকি!
আজই সোশ্যাল মিডিয়ায় 'কিশমিশ'-এর ঝলক পোস্ট করেছেন রুক্মিণী। পাহাড়ের কোলে মস্ত এক বাংলো। সেটাই নাকি রুক্মিণী মিত্রর বাড়ি! সেই বাড়ির লনে ঘরোয়া পোশাকে ঘুরে বেড়াচ্ছেন তিনি। রয়েছেন দেবও! সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি 'কিশমিশ'-এর শ্যুটিংয়ের দৃশ্য প্রকাশ্যে আনলেন রুক্মিণী। আর সেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছে 'কিশমিশ' ছবির নতুন গান 'তুই বলব না কি তুমি'। আজ প্রকাশ পাওয়া ছোট্ট এই ক্লিপিংসে দেব জানিয়েছেন, এই বাংলোয় তিনি আগে শ্যুটিং করতে আসেননি । পাহাড়ের কোলে এমন বাংলো সত্যিই মন ভরিয়ে দিচ্ছে। সেইসঙ্গে তিনি প্রশংসা করেছেন পরিচালকেরও। ভিডিওতে দেখা যাচ্ছে শ্যুটিংয়ের সময় আকাশ মেঘলা। দেব বলছেন, 'ছবিটা এত মিষ্টি বলে আবহাওয়াও মিষ্টি।'