কলকাতা: রামপুরহাটকাণ্ডে (Rampurhat Fire) এ বার নিহতের আত্মীয় মিহিলাল শেখকে তলব করল সিবিআই। সোমবার সকাল ১০টায় মিহিলাল শেখকে (Mihilal Sheikh) হাজিরা দিতে বলা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা (CBI)। মিহিলাল জানিয়েছেন তদন্তে সিবিআই-কে পূর্ণ সহযোগিতা করবেন তিনি।


জিজ্ঞাসাবাদের জন্য মিহিলালকে তলব সিবিআই-এর


সিবিআই-এর সামনে হাজিরা দেওয়া নিয়ে মিহিলাল বলেন, “পূর্ণ সহযোগিতা করব। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এখনও বগটুইয়ে ফিরতে পারেননি মিহিলাল। সে ব্যাপারে প্রশ্ন করলে বলেন, “রাজ্য সরকার  দ্রুত আমাদের বাড়ি ফিরিয়ে দেবে। এখন ঢুকতে পারছি না, কারণ সিবিআই তদন্ত করছে। শিবির গড়েছে ওখানে। পুলিশ মোতায়েন রয়েছে। ওখানে আত্মীয় রয়েছে আমাদের। সেখানেই গিয়ে উঠব আপাতত।”


বগটুইকাণ্ডে রবিবার থেকে বয়ান রেকর্ড করতে শুরু করেছে সিবিআই। এ দিন ধৃত আনারুল হোসেনকে দফায় দফায় আট ঘণ্টা জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই-এর অস্থায়ী শিবিরে নিয়ে গিয়ে জেরা করা হয় তাঁকে। জেরা শেষে ফের রামপুরহাট থানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ফের তাঁকে জেরা করবেন গোয়েন্দারা।


এ দিন সিবিআই শিবিরে ঢোকার মুখে আনারুল জানান তিনি ষড়যন্ত্রের শিকার। এবিপি আনন্দর ক্যামেরায় জানান, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বিরোধীরা এবং কয়েক জন এতে যুক্ত। এর আগে গ্রেফতারির পর আনারুল জানিয়েছিলেন, তিনি নির্দোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আত্মসমর্পণ করেছেন।


আনারুল-আজাদকে মুখোমুখি বসিয়ে জেরা


সিবিআই-এর তরফে এ দিন আনারুল এবং আজাদ চৌধুরীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। সিবিআই সূত্রে খবর, ভাদু শেখ খুন হওয়ার পর আনারুল-আজাদের ফোনে কথা হয়। আজাদের নেতৃত্বেই বগটুই গ্রামে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ। তাই ফোনে দু’জনের মধ্যে কী কথা হয়েছিল, তা জানতে চান গোয়েন্দারা।


আরও পড়ুন: Rampurhat Violence : "ভাদু-খুনের পর আজাদ চৌধুরীর সঙ্গে ফোনে কী কথা হয়েছিল ?", আনারুলকে ৮ ঘণ্টা জেরা সিবিআইয়ের


রামপুরহাট হাসপাতালে আক্রান্তদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া শেষ করে, দুপুর আড়াইটে নাগাদ শিবিরে পৌঁছন সিবিআই-এর ডিআইজি অখিলেশ সিং। সূত্রের খবর, তাঁর উপস্থিতিতে আনারুলের কাছে জানতে চাওয়া হয়, ভাদু শেখ খুনের পর তৃণমূল কর্মী আজাদ চৌধুরীর সঙ্গে ফোনে তাঁর কী কথা হয়েছিল? আজাদকে প্রশ্ন করা হয়, কাদের নিয়ে তিনি বগটুই গ্রামে ঢুকেছিলেন? দু’জনের কাছে জানতে চাওয়া হয়, পুলিশকে কি তাঁরাই খবর দেন? পুলিশ কখন পৌঁছেছিল গ্রামে? সিবিআইয়ের ডিআইজি জানতে চান, কারা কারা খুনের ঘটনায় জড়িত?