এরশাদ আলম, বীরভূম: কার্যত দরজায় দরজায় গিয়ে সতর্কতা অভিযান চালাচ্ছে প্রশাসন। তা সত্ত্বেও হেলদোল নেই কারও। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই নেই কোথাও। তাতে এ বার কড়া পদক্ষেপ বীরভূমের (Birbhum News) রামপুরহাটে। মঙ্গলবার থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রামপুরহাট পুরসভা এলাকায় দুপুর ৩টে থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি পরিষেবা (Essential Services) ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভাড়শালা, হাটতলা-সহ এলাকার সমস্ত সবজি বাজারে একই অবস্থা। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক (Mask) নেই। মাস্ক পরতে বললে নানা অজুহাতও দিচ্ছেন সকলে। কেউ বলছেন দাঁতে ব্যথা, আবার কেউ বলছেন মাস্ক আনতেই ভুলে গিয়েছেন। তাতেই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Corona Restrictions: গঙ্গাসাগর মেলা নিয়ে তৎপর প্রশাসন, প্রতিটি জেটিঘাটে তৈরি স্যানিটাইজার টানেল
বীরভূম জেলায় এই মুহূর্তে দৈনিক করোনা সংক্রমণ ৯০০-র উপরে রয়েছে। তা সত্ত্বেও বিধিনিষেধের (COVID Rules) তোয়াক্কা করছেন না অধিকাংশ মানুষই। তাতে পরিস্থিতি সম্পর্কে সচেতন যাঁরা, তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রামপুরহাট শহরে বাসিন্দা পার্থপ্রতিম গুহ বলেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। হাটতলা বাজারে প্রতিদিন ভোর থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন। অথচ ক্রেতা-বিক্রেতা কারও মুখেই মাস্ক নেই। আগের বছর ওই এলাকা থেকেই সবচেয়ে বেশি লাশ বেরিয়েছিল। তা সত্ত্বেও হুঁশ নেই কারও। আমরা সত্যিই খুব আতঙ্কে রয়েছি।’’
স্থানীয়দের অভিযোগ, মাস্ক নেই, জীবাণুমুক্তকরণের (Sanitisation) কোনও ব্যবস্থাও নেই। পুরসভাও তেমন উদ্যোগী হচ্ছে না পরিস্থিতি নিয়ন্ত্রণে। নাগরিক হিসেবে তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন এবং আতঙ্কিত বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, পুরসভাকে কঠোর হতে হবে। যে ভাবেই হোক না কেন, মাস্ক পরার প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করে তুলতে হবে মানুষকে। প্রতিদিন যাতে বাজার এবং সংলগ্ন এলাকাকে জীবাণুমুক্ত করা হয়, তার ব্যবস্থা করতে হবে।