ভাস্কর মুখোপাধ্যায় ও আবির ইসলাম, শান্তিনিকেতন: শিশু খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে শান্তিনিকেতনে (Santiniketan Child Murder) মিছিল করলেন গ্রামবাসীরা। আদালতের গেটের বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। শিশু খুনে অভিযুক্ত মা-মেয়েকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ (Birbhum News)।


শিশুখুনে শান্তিকেতনে পথে নামলেন গ্রামবাসীরা


নিহত শিশুর মা, মমতা ঠাকুর সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন। পুজোর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কল্পনাও করতে পারেননি তাঁর পরিবার। ওই শিশুর মা বলেন, "জামা প্যান্ট আগেই কেনা হয়ে গিয়েছিল...জামা প্যান্ট গেঞ্জি সব সেট করা...ছেলে নেই।" 


পুজোর আনন্দে ভাসছে গোটা বাংলা। কিন্তু শান্তিনিকেতনের মোলডাঙার শিবম ঠাকুরের বাড়িতে বোধনের আগেই নেমেছে অন্ধকার। পাঁচ বছরের শিশুকে খুনের ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার মোলডাঙা থেকে মিছিল করে বোলপুর মহকুমা আদালতে যান গ্রামের মহিলারা। 


আরও পড়ুন: Durga Puja 2022: প্যান্ডলে প্যান্ডলে ভিড়, পরিস্থিতি পর্বেক্ষণে খোদ কমিশনার, চতুর্থী থেকেই রাস্তায় নামছে পুলিশ


এ দিন আদালতের গেটের বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। ১৮ সেপ্টেম্বর পাড়ার দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিবম। দু'দিন পর, প্রতিবেশী রুবি বিবির বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় ত্রিপলে জড়ানো শিশুর মৃতদেহ।  


শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে প্রতিবেশী রুবি বিবি এবং তাঁর মা সফিয়া বিবিকে গ্রেফতার করে পুলিশ।- বৃহস্পতিবার মা-মেয়েকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। তার আগে আদালতের গেটের বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দাবি একটাই, অভিযুক্ত মা-মেয়ের কঠোর শাস্তি। 


ধৃতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা


শিশুটির মা বলেন, "দুজনেরই ফাঁসি চাই...যেহেতু ওর মা মেয়েকে সহযোগিতা করেছে...বাবাকে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি...বাবা সব জানত।" তাঁদের প্রতিবেশী এক মহিলা বলেন, "যাতে অভিযুক্তরা ছাড়া না পায়, সেজন্যই মিছিল-বিক্ষোভ...ওরা ছাড়া পেলে এ ধরনের ঘটনা আবার ঘটাবে।" ধৃতদের এ দিন ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


পাঁচ বছরের শিশুকে খুনের ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। ১৮ সেপ্টেম্বর পাড়ার দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুটি। দু'দিন পর, প্রতিবেশী রুবি বিবির বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় ত্রিপলে জড়ানো শিশুর মৃতদেহ। শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে প্রতিবেশী রুবি বিবি ও তাঁর মা সফিয়া বিবিকে গ্রেফতার করে পুলিশ।