এরশাদ আলম, সিউড়ি: পোষ্য বিড়াল নিয়ে ইউক্রেন (Ukraine) থেকে বীরভূমের  সিউড়ির বাড়িতে ফিরলেন ডাক্তারি পড়ুয়া শাহরুখ সুলতান আহমেদ। ২০১৬-য় ইউক্রেনের কিভে মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। কোর্স শেষ হতে আর দু’মাস বাকি ছিল। তার মধ্যেই যুদ্ধ-পরিস্থিতিতে তাঁকে ফিরে আসতে হল বাড়িতে।


রোমানিয়ার বুখারেস্ট থেকে পরশু দিল্লি (Delhi) আসেন। গতকাল গভীর রাতে ফিরেছেন সিউড়ির (Siuri) বাড়িতে। তবে শাহরুখের অভিযোগ, পোষ্য বিড়াল নিয়ে তাঁকে প্রথমে একটি বিমানে উঠতে দেওয়া হয়নি। পরে এয়ার ইন্ডিয়ার বিমানে তিনি দেশে ফেরেন। 


অন্যদিকে, যুদ্ধে ক্ষতবিক্ষত ইউক্রেন (Ukraine) থেকে ঘরে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) সোনারপুরের (Sonarpur) তিন ডাক্তারি পড়ুয়া। কারও কথায় উঠে এল দুর্বিষহ অভিজ্ঞতা। কারোর মুখে ঘরে ফেরার শান্তি। কেউ আবার নির্বিঘ্ন ফিরেও কেরিয়ার নিয়ে চিন্তায়। ইউক্রেন কব্জা করতে মরিয়া রাশিয়া (Russia)। 


চলছে লাগাতার আক্রমণ। ৪ শহরে সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই মাইকোলেভে সকাল থেকে পরপর ক্ষেপণাস্ত্র হামলা। ক্রমশ দীর্ঘ হতে থাকা যুদ্ধে আরও বেশি করে রক্তাক্ত হচ্ছে কৃষ্ণসাগরের তীরবর্তী দেশ। 


একদিকে মৃত্যুমিছিল, আরেকদিকে শরণার্থী-স্রোত। আর এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই যুদ্ধদীর্ণ দেশ থেকে রবিবার ঘরে ফিরেছেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের তিন ডাক্তারি পড়ুয়া, যাঁরা পারিবারিক আত্মীয়তায় আবদ্ধ। 


কিছুদিন আগেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে রাজ্যে ফিরলেন ১৪ জন পড়ুয়া (Students)।  শনিবার দিল্লি (Delhi) থেকে কলকাতায় (Kolkata) পৌঁছেছেন তাঁরা।


কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) পৌঁছনোর পর জেলার বাসিন্দাদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করে রাজ্য সরকার (West Bengal Government)। ইউক্রেন ফেরত পড়ুয়াদের অভিযোগ, নানা প্রতিকূলতা পেরিয়ে হাঙ্গেরি, রোমানিয়া বা পোল্যান্ড সীমান্তে নিজেদের উদ্যোগেই আসতে হয়েছে তাঁদের। ভারতীয় দূতাবাসের তরফে কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ পড়ুয়াদের। 


তবে যুদ্ধভূমি থেকে ছেলেমেয়েরা নিরাপদে ঘরে ফেরায় বেজায় খুশি পরিবার। বিনিদ্র রাত কাটছে বিগত বেশ কিছুদিন ধরে। এবার খানিক স্বস্তি।