কলকাতা: এই সপ্তাহান্তে বড়পর্দায় দর্শক পেয়েছে দুটি ছবি।  'ভোলা' ও 'গুমরাহ'। 'ভোলা'অ্য়াকশন ধর্মী ছবি ও অন্য়দিকে 'গুমরাহ' থ্রিলার ধর্মী। তবে ১০ দিন অতিক্রম করে গেলেও এখনও রমরম করে প্রেক্ষাগৃহে চলছে 'ভোলা'। কিন্তু 'গুমরাহ'র অবস্থা তুলনামূলক খারাপ। 

Continues below advertisement

১০ দিনে কত আয় করল 'ভোলা'?

তামিল হিট ছবি 'কৈথি'র অফিসিয়াল রিমেক অজয় দেবগণ পরিচালিত 'ভোলা'। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তব্বু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এই ছবি। বক্সঅফিসে রীতিমত সাড়া ফেলেছে ।  ১০ দিনে মোট ৬৭.৩৯ কোটির ব্যবসা করেছে 'ভোলা'।

Continues below advertisement

২ দিনে কত আয় করল 'গুমরাহ'?

এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) ও আদিত্য় রয় কপূর (Aditya Roy Kapur)। বলিউডসূত্রে খবর অনুযায়ী, যেমনটা প্রত্য়াশা করা হয়েছিল, তেমনটা ফল করতে পারছে না 'গুমরাহ'। দুদিনের মাথায় এই ছবির কালেকশান ১.২২ কোটি।

আরও পড়ুন...

Subhrajit Mitra: শ্রাবন্তীর স্বামীর চরিত্রে বড়পর্দায়, রাজর্ষির ছবিতে 'বিশেষ অতিথি' পরিচালক শুভ্রজিৎ

প্রসঙ্গত, ঘোষণার পর থেকেই দর্শকের মন জয় করেছে 'ভোলা'। প্রথমে টিজার (teaser), তারপর ট্রেলার (trailer) মুক্তির পর সেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখীই হয়েছে কেবল।  ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ভোলা' (Bholaa)। অজয় দেবগণ (Ajay Devgn) পরিচালিত চতুর্থ ছবিটি। তামিল হিট ছবি 'কৈথি'র অফিসিয়াল রিমেক অজয় দেবগণ পরিচালিত 'ভোলা'। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকের হিটলিস্টে এই ছবি। তব্বু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাওয়ের মত অভিনেতারা আছেন এই ছবিতে। এমনিতে সিনেমায় অজয় দেবগণ ও তব্বু একসঙ্গে থাকলে দর্শকের আশার পারদ চড়তে থাকে। সৌজন্যে অবশ্যই তাঁদের 'দৃশ্যম' ও 'দৃশ্যম ২'। এবার সেই তালিকায় জুড়ল 'ভোলা'ও। মাল্টি স্টারার এই ছবি অ্যাকশনে ভরপুর হবে তা টিজার ট্রেলারেই ছিল স্পষ্ট। এই ছবির পরিচালক ও অভিনেতা উভয়ই অজয় দেবগণ। তিনি বলেন, 'আমি ছবির বিপদটাকে গভীর করতে চেয়েছি। উদ্দেশ্য ছিল ভোলার পথে বাধা হয়ে আসা সকলের আলাদা আলাদা পরিচয় তৈরি করা।'

অন্যদিকে, 'গুমরাহ'-এ ছবিটির গতি তুলনামূলক দ্রুত। ছবির প্রথমার্ধের গতি বেশি হলেও দ্বিতীয়ার্থ তুলনামূলক শ্লথ ও টানটান। এই ছবিতেই প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করলেন আদিত্য় রয় কপূর ( Aditya Roy Kapur)। পাশাপাশি ম্রুণাল ঠাকুরকে (Mrunal Thakur) একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। একটি বিশেষ চরিত্রে দেখা মিলেছে অভিনেতা রনিত রায়েরও (Roit Roy)।  এই ছবিটি পরিচালক করেছেন নবাগত পরিচালক বর্ধান কেতকর।