ভাস্কর মুখোপাধ্যায়, তারাপীঠ: তারাপীঠ মহাশ্মশান (Tarapith Burning Ghat) থেকে উদ্ধার হল একজন সিভিক ভলান্টিয়ারের (Civic volunteer) রক্তাক্ত মৃতদেহ। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে তারাপীঠে। আচমকা এই ধরনের ঘটনার খবর শুনে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও তারাপীঠে আসা পর্যটকদের মধ্যে।


আরও পড়ুন: Kolkata News: এন্টালিতে যুব তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, ইট-বোতল ছোঁড়ার অভিযোগ


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারাপীঠ মহাশ্মশান থেকে একজন সিভিক ভলান্টিয়ারের রক্তাক্ত দেহ উদ্ধার করে তারাপীঠ থানার পুলিশ। পরে রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। মৃতের নাম নিরঞ্জন দাস। বাড়ি বীরভূম জেলার নলহাটির পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে। নলহাটিতে থানায় কাজ করতেন বছর ২৪-এর ওই যুবক। মৃতের পরিবারের অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারকে খুন করে মহাশ্মশানে ফেলে রাখা হয়েছিল। ঘটনাটির তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, নলহাটি থানায় কর্তব্যরত ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। শনিবার কোন কারণে তিনি তারাপীঠে এসেছিলেন তা জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পরেই ঘটনাটি খুন কিনা তা পরিষ্কার ভাবে বলা সম্ভব হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Asansol Water Crisis: তৃণমূল লিড না পাওয়ায় আসানসোলে জল বন্ধের অভিযোগ, পথ অবরোধ কুলটির বিজেপি বিধায়কের