আবীর দত্ত ও আবীর ইসলাম, কলকাতা : লটারিতে কোটিপতি 'অনুব্রত মণ্ডল'! ডিয়ার লটারিতে কোটিপতি হয়েছেন ‘অনুব্রত মণ্ডল’, এমনই দাবি করে প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। তৃণমূল নেতার নাম সহ ছবিও ব্যবহৃত হয়েছে যেখানে! দাবি, নাগাল্যান্ডের ডিয়ার লটারির অন্তর্গত ডিয়ার লটারিতে কোটিপতি হয়েছে 'অনুব্রত মণ্ডল'। গত ৭ ডিসেম্বর ৬ টাকাতে কাটা লটারির টিকিটে 'অনুব্রত মণ্ডল' ১ কোটি টাকা পেয়েছেন বলেই দাবি। যদিও ভাইরাল হওয়া ভিডিও-র সতত্য যাচাই করেনি এবিপি লাইভ। গোটা বিষয়টি নিয়ে বীরভূমের তৃণমূল নেতার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এবিষয়ে মন্তব্য করতে রাজি হননি অনুব্রত মণ্ডল। যদিও, সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে অনুব্রত মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছে, গোটা বিষয়টি ভুয়ো হলে, তিনি যেন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।


জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এই বিষয়ে তিনি কিছুই জানতেন না। পাশাপাশি লটারি সংস্থা নাগাল্যান্ড লটারির পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি। তবে এভাবে কীকরে অনুব্রত মণ্ডলের ছবি, নাম বিজয়ীর নাম হিসেবে ঘোষিত হল, তা নিয়েই তোলপাড় সর্বত্র। ভাইরাল ভিডিও-টি ক্রমেই নেটমহলে শোরগোল তৈরি করছে। যদিও এই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


অনুব্রত মণ্ডল এই নিয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও, লটারির টিকিট জেতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির মিডিয়া কো ইনচার্জ সপ্তর্ষি চৌধুরি, ওই লটারির টিকিটটি ট্যুইটারে পোস্ট করেছেন। সেই সঙ্গে অনুব্রত মণ্ডলকে ট্যাগ করে তিনি মন্তব্য করেছেন, দুঃখ পাবেন না, হতাশায় ভুগছেন, কাটুন লটারি, অনুব্রত মণ্ডলের মতো ভাগ্য হবে আপনার, এমনটা কি বিজ্ঞাপন? নাকি চরাম-চরাম এফেক্ট? প্রথম পুরস্কার জিতেছেন বীরভূমের তৃণমূল সভাপতি।


 



কিন্তু বাস্তবে অনুব্রত মণ্ডল লটারি জিতেছেন কি না, তা নিয়ে বিতর্ক থেকেই গেল।


আরও পড়ুন- দৈনিক রোজগার ছিল ১৮০ টাকা, লটারির টিকিট কেটে কোটিপতি মৎস্যজীবী