ভাস্কর মুখোপাধ্যায়, আবীর ইসলাম ও নান্টু পাল, বীরভূম: ফের বিস্ফোরক বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ।


বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের হুঁশিয়ারি, 'দলটা এখন লুটেপুটে খাওয়ার জায়গা হয়ে গিয়েছে। দলের শীর্ষস্থানে বসে লুটেপুটে খাওয়া আমি বরদাস্ত করব না। যারা ভাবছে ঠিকাদারি করে, অজয়ের বালি চুরি করে খাবে, কাজল শেখ তা হতে দেবে না। তোমরা সরে যাও, আমাকে যেন সরাতে না হয়।'


দলটা এখন লুটেপুটে খাওয়ার জায়গা হয়ে গিয়েছে। এবার দাদা, দিদিদের ধরে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া যাবে না। কর্মী, সমর্থকদের রীতিমতো হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। সত্য বলার জন্য তৃণমূল নেতাকে ধন্যবাদ জানিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।     


বীরভূমের তৃণমূল কংগ্রেস (TMC) কাজল শেখ বলেন, 'অনেকে দলটাকে লুটেপুটে খাওয়ার জায়গা ভেবে নিয়েছে। তাদেরকে আরেকবার চেতাবনি দিয়ে চলে যাচ্ছি যে, তোমরা সরে যাও। তোমাদেরকে যেন সরাতে না হয়। কিম্বা, তোমরা তোমাদের পথ শুধরে নাও।' গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল। কেষ্টবিহীন বীরভূমে প্রায়ই হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে জেলা-রাজনীতিতে অনুব্রত-বিরোধী বলে পরিচিত, তৃণমূল নেতা কাজল শেখের গলায়। রবিবার নানুরের সিঙ্গি গ্রামে কর্মিসভায় পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে কড়া বার্তা দেন তিনি। কাজল শেখ বলেন, 'কেউ যদি ভাবেন, আমি কোনও দাদার হাত ধরে, দিদির হাত ধরে টিকিট পাব, মূর্খের স্বর্গে বাস করছেন। যারা দুর্নীতিগ্রস্ত আছ, বা যারা ভাবছ দলের নেতা হয়ে গেলে শীর্ষস্তরে পৌঁছে আমি লুটেপুটে খাব, আমি বরদাস্ত করব না।' সম্প্রতি অনুব্রতর বিরুদ্ধে জেলে বসে দল চালানোর অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের বীরভূম জেলার কোর কমিটির সদস্য কাজল শেখ। তৃণমূলের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে এ হেন অভিযোগ তোলার সপ্তাহ দুয়েকের মাথায়,  নানুরের দাপুটে তৃণমূল নেতার এই হুঁশিয়ারি। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। শাসক-নেতার মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। 


বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'কাজল শেখ সত্যি বলার সৎ সাহস দেখাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন কোন বাংলার মেয়েকে আপনারা ভোট দেন। গরু চালানের টাকা খাচ্ছে।'


আরও পড়ুন: 'আন্দোলন করায় চাকরি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের কথায়' মানল স্কুল সার্ভিস কমিশন