ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: অনুব্রত জেলবন্দি। বীরভূমে সংগঠন সামলাতে সবাইকে মিলেমিশে থাকতে বলা হয়েছে বারবার। কিন্তু দলনেত্রীর নির্দেশের পরেও অনুব্রতহীন বীরভূমে বারবার সামনে চলে আসছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এবার দলের কোর কমিটির সদস্য কাজল শেখ ও নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ ১৭ জন নেতা, কর্মীর নামে মারধরের অভিযোগ দায়ের করলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নানুর ব্লকের সভাপতি রিঙ্কু চৌধুরী।
বারবার প্রকাশ্যে দ্বন্দ্ব:
এখন গরুপাচার মামলায় তিহাড় জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অনুপস্থিতিতে, বীরভূমে দল সামলাতে কোর কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। কিন্তু এখনও পঞ্চায়েত ভোটের মুখে বীরভূমে তৃণমূলের অভ্যন্তরের কোন্দল থামার কোনও নামই নেই। এবার কোর কমিটির সদস্য কাজল শেখ-সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দলেরই সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। শুক্রবার, বীরভূমের তৃণমূল নেতাদের দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই সতর্ক করে দিয়েছিলেন নানুরের তৃণমূল নেতা ও কোর কমিটির সদস্য কাজল শেখকেও। কিন্তু সেই বার্তার পরেও পরিস্থিতির তেমন বদল হয়নি। ওই বৈঠকের পরের দিনই নানুরে দলের পার্টি অফিসের মধ্যেই অনুব্রত ঘনিষ্ঠ সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিঙ্কু চৌধুরীকে মারধরের অভিযোগ ওঠে কোর কমিটির সদস্য কাজল শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রবিবার কাজল শেখ, নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ ১৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রিঙ্কু চৌধুরী।
কী অভিযোগ:
তৃণমূলের সংখ্যালঘু সেলের নানুরের ব্লক সভাপতি রিঙ্কু চৌধুরী বলেন, 'থানায় অভিযোগ করেছি। নিরাপত্তার অভাব বোধ করছি। দুবার আমার ওপর হামলা হয়েছে। প্রাণে মেরে ফেলার চেষ্টা। ব্লক সভাপতি ও কাজল শেখ এর নেপথ্যে। অনুব্রতর খাস লোক হওয়ায় ঢুকতে দিচ্ছে না।' যদিও এই অভিযোগ মানতে চাননি নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। কাজল শেখের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও, তিনি কোনও মন্তব্য করতে চাননি।
বিজেপির কটাক্ষ:
বীরভূমে বারবার তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপিও।
আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। অনুব্রতহীন বীরভূমে নিজেদের দাপট কি বজায় রাখতে পারবেন তৃণমূল? উত্তর দেবে সময়।