কলকাতা: তৃণমূলে দুর্নীতি ইস্যুতে অভিনেতা ও বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়ের নিশানায় গতকালই নাম আসে দেব, বনি সেনগুপ্ত ও সায়নী ঘোষের। এবার সেই মন্তব্যের পাল্টা জবাব ছুড়ে দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কী বললেন তিনি?


হিরণের মন্তব্যের পাল্টা বনির জবাব


হিরণের টলিউডে দুর্নীতির বিস্ফোরক অভিযোগের জবাব দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁর কথায়, 'বিজেপি ছেড়েছেন বলেই আক্রমণ করা হচ্ছে আমাকে। বহুদিন গ্ল্যামার ওয়ার্ল্ডে নেই, তাই ক্যামেরার সামনে আসতে চাইছেন। নিজেও তো টলিউড ইন্ডাস্ট্রিতেই ছিলেন, তৃণমূলেও ছিলেন, তাহলে তিনিও কি দুর্নীতিগ্রস্ত?' বিজেপি নেতা হিরণকে এভাবেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত।


বনি সেনগুপ্ত ফোনে বলেছেন, 'প্রথমত, এই মুহূর্তে ওঁর কথায় আমাদের ইন্ডাস্ট্রিতে কোনও প্রভাব পড়ে না। দ্বিতীয়ত, আগেরবারও এরকম কথা বলে অনেকদিন পর ক্যামেরার সামনে আসতে পেরেছিলেন। ক্যামেরা থেকে অনেকটা দূরে চলে গেছেন তো আমার মনে সেই কারণেই এই মন্তব্যগুলো করছেন। নিজেও তো উনি গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিলেন, নিজেও তৃণমূল করেছেন। তাহলে উনি নিজেও কি একজন চোর? যদি তৃণমূলের সঙ্গে যোগ দেওয়া মানেই চোর হয়, তাহলে উনি নিজেও তো তাই। সেটা কি অস্বীকার করতে পারবেন? আমি বিজেপি ছেড়ে দিয়েছি মানেই এখন আমি চোর, এটা খুবই অদ্ভুত কথাবার্তা। বুঝতে পারছি না কেন বলছেন। আমার যা করণীয় ছিল তা তো করে দিয়েছি এখনও কেন আমার নাম টানছে কোনও আইডিয়া নেই।'


এরপর বনি আরও বলেন, 'এগুলো বিজেপির তরফ থেকেই করা হচ্ছে। তৃণমূলের তরফ থেকে কেউ করেনি। বিজেপিই উঠে পড়ে লেগেছে কেন জানি না। আমার মনে হয় হিরণ এসব কিছুর থেকে অনেক ভাল কাজ করতে পারেন, কেন এগুলো করছেন কে জানে। কারও বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়া কেন অভিযোগ তুলছেন, এগুলো করা উচিত না। কথাবার্তার থেকে কাজ করে দেখানোটা বেশি জরুরি মনে করি। ফলে এসব না করে কাজটা বেশি করলে তাতে বেশি সুখ্যাতি পাবেন।'


আরও পড়ুন: Legal Notice Against Netflix: 'দ্য বিগ ব্যাং থিওরি'তে মাধুরী দীক্ষিত প্রসঙ্গে 'অপমানজনক' ঠাট্টা, নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিস অনুরাগীর


'টলিউড ইন্ডাস্ট্রিতে ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত, বনিও সেই দুর্নীতিতে সামিল'। গতকালই এমন বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা তথা অভিনেতা হিরণ। তিনি গতকাল বলেন, 'ঘাটালের সাংসদ দীপক অধিকারী দুর্নীতিতে জড়িত।  ৫ কোটি টাকা এনামুলের থেকে নিয়েছেন। বনি সেনগুপ্তর মতো একটা বাচ্চা ছেলে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আদালতে বিচারক পর্যন্ত বলছেন, একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন সায়নী ঘোষ। মানুষ বুঝেছেন তৃণমূল মানে চোর। টলিউডের ৯০ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চোরেদের সঙ্গে জড়িত।'