প্রকাশ সিনহা, কলকাতা: রামপুরহাটকাণ্ডে (Rampurhat Case) থানার এক সাব ইন্সপেক্টর এবং এক অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টরকে জিজ্ঞাসবাদের জন্য তলব করল সিবিআই। সেইসঙ্গে তলব করা হয়েছে দমকলের (Fire Brigade) ওসি-কেও।
রামপুরহাটকাণ্ডে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টরকে তলব সিবিআইয়ের: রামপুরহাটের (Rampurhat Violence Update) বগটুইতে পুড়িয়ে মারার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। থানা এবং SDPO বাংলোর অদূরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল কী করে? উঠেছে সেই প্রশ্ন। পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন স্বজনহারা গ্রামবাসীরা। গত সপ্তাহে শনিবার তদন্ত শুরু করে, পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছে সিবিআই। ২১ মার্চ সোমবার রাতে হত্যাকাণ্ডের পরে বগটুই গ্রামে গিয়ে ঠিক কী কী দেখেছিলেন পুলিশ অফিসাররা? ঘটনাস্থলে পুলিশ আধিকারিকদের ডেকে তা আগেই জানতে চেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আর এবার এই ঘটনার তদন্তে এবার এক সাব ইন্সপেক্টর এবং এক অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টরকে জিজ্ঞাসবাদের জন্য তলব করল সিবিআই। পাশাপাশি, ধৃত আনারুল শেখ সহ অভিযুক্তদের ৬টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই ৬টি ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তা পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্যও। ঘটনার রাতে কোনও মেসেজ আদানপ্রদান হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।
সিসিটিভি ফুটেজ উদ্ধার: রামপুরহাটের বগটুই গ্রামে যে সব বাড়িতে আগুন লাগানো হয়, তার সবথেকে কাছের একটি সিসিটিভি ফুটেজ (CCTV Footage) উদ্ধার করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই আগে ওই এলাকার যে সব সিসিটিভি ফুটেজ মিলেছে, তা কিছুটা দূরের। এই প্রথম কাছের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ মিলল। সিবিআই সূত্রে খবর, ঘটনার রাতে আগুন দেওয়া হয় ফটিক শেখের বাড়িতে। আর তার কাছের লালন শেখের বাড়ির সিসি ক্যামেরার মুখ ছিল ফটিকের বাড়ির দিকেই।সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পক্ষে অভিযুক্তদের চিহ্নিত করতে সুবিধা হবে বলে মত সিবিআই অফিসারদের।
আরও পড়ুন: Calcutta High Court: আজই জিজ্ঞাসাবাদ এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে, সিবিআইকে নির্দেশ হাইকোর্টের