Calcutta High Court: আজই জিজ্ঞাসাবাদ এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে, সিবিআইকে নির্দেশ হাইকোর্টের

High Court Order: এস পি সিংহকে আজই তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Continues below advertisement

সৌভিক মজুমদার, কলকাতা: ৯৮ জন কর্মী নিয়োগ মামলায় এসএসসি (SSC)-র প্রাক্তন উপদেষ্টাকে আজই জিজ্ঞাসাবাদ করতে হবে। এমনই নির্দেশ হাইকোর্টের। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এস পি সিংহকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এস পি সিংহকে আজই তলব করে  জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Continues below advertisement

কী বলেছেন বিচারপতি:
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'আজই তলব করে জিজ্ঞাসাবাদ করুন। আজ রাত ১২টার মধ্যে শেষ করতে হবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া।' জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেও গ্রেফতারির সম্ভাবনা নিয়ে আদালতের নির্দেশে স্বস্তি এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার। জিজ্ঞাসাবাদ করলেও এখনই গ্রেফতার করা যাবে না এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে। জানিয়েছে হাইকোর্ট।

ফের কবে শুনানি:
স্কুলে বেআইনি নিয়োগের একাধিক অভিযোগে এস পি সিংহর নির্দেশ কাজ করেছে। এমন তথ্য আদালতের (Court) কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাল, শুক্রবার ফের এই মামলার শুনানি (Hearing) রয়েছে।

সম্প্রতি SSC নিয়োগ মামলা নিয়ে নজিরবিহীন সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় ডিভিশন বেঞ্চ নানা ভাবে সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে বলে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বিষয়টিতে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। সুপ্রিম কোর্ট (Supreme Court) ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠিও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি,  SSC’র গ্রুপ C, SSC’র গ্রুপ D এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি-মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে, বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেই নিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সরব খোদ বিচারপতি, নজিরবিহীন সংঘাত কলকাতা হাইকোর্টে

 

Continues below advertisement
Sponsored Links by Taboola