কলকাতা : রামপুরহাটকাণ্ডের (rampurhat violence) পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) কড়া নির্দেশ। আর তারপরই জেলায় জেলায় তৎপর পুলিশ (police)। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার বেআইনি অস্ত্র, বোমা। একাধিক জেলায় অস্ত্র আইনে গ্রেফতার দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে, রাজ্যে (west bengal) যেখানে যত বেআইনি অস্ত্র (illegal arms), বোমা (bombs) রয়েছে, অবিলম্বে সব উদ্ধার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরই জেলায় জেলায় পুলিশি তৎপরতার ছবি ধরা পড়েছে। 


বারুদের স্তূপে বীরভূম! রামপুরহাটের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে সরগরম লাল মাটির জেলা বীরভূম (birbhum)। সেখানে মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে ৬টি জারে প্রায় ৬০টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুরের (paschim mednipur) কেশপুরের ধলহারা গ্রামে বোমা নিষ্ক্রিয় করতে দেখা গিয়েছে বম্ব স্কোয়াডকে। পুলিশ সূত্রে খবর, জঙ্গল এলাকায় ৪টি বালতিতে রাখা ছিল প্রায় ৬০টি তাজা বোমা।


মালদা- বেআইনি অস্ত্র ও তার কারবারিদের সন্ধানে মালদাতেও (malda) চলছে পুলিশি অভিযান। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে চাঁচলের কুশমাই এলাকায় অভিযান চালিয়ে দুটি পাইপগান ও দুরাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে।ধৃত মারুফ আলি চাঁচলের কুশমাই এবং অনুপ মালো চাঁচলের পাহাড়পুর এলাকার বাসিন্দা।


মুর্শিদাবাদ- মুর্শিদাবাদের (murshidabad) জঙ্গিপুরের রহমানপুর এলাকার একটি বাঁশবাগানেও দুটি বালতি থেকে ১৪টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কান্দির গোলাহাটায় অভিযান চালিয়ে লালু শেখ ও মনিরুল শেখ নামে সহিসপাড়ার দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও একটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে।


উত্তর ২৪ পরগনা- বেআইনি অস্ত্র রাখার অভিযোগে উত্তর ২৪ পরগনার (north 24  parganas) জগদ্দলে (jagaddal) একটি খেলার মাঠ থেকে তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে।  এদিকে, হাবরা থানা এলাকা থেকে তল্লাশি চালিয়ে ৮ আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ এবং ৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।


পূর্ব বর্ধমান- পূর্ব বর্ধমানের (purba burdwan) কাটোয়া থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র সহ ৪ রাউণ্ড গুলি উদ্ধার করে।


আরও পড়ুন- 'আমাকেও কেনার জন্য এসেছিল, মাথা বিক্রি করার লোক নই' সিবিআই তদন্তে অনড় থেকে বিস্ফোরক আনিস খানের বাবা