ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের নলহাটিতে চিকিৎসককে খুনের ৬ দিনের মাথায়, ৫ জন স্বর্ণশিল্পীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায়, টাকার জন্য চিকিৎসককে খুনের কথা স্বীকার করেছে ধৃতরা। যদিও গোয়েন্দাদের অনুমান, খুনের নেপথ্যে অন্য কারণও থাকতে পারে।


স্বর্ণশিল্পীকে গ্রেফতার করল পুলিশ: একজনের ধ্যানজ্ঞানই ছিল মানুষকে সুস্থ করে তোলা। আর অন্যদিকে, সোনার অলঙ্কারে নানা রূপ তুলে ধরা ছিল বাকিদের শিল্পসত্ত্বা। বীরভূমের নলহাটিতে চিকিৎসককে খুনের ৬ দিনের মাথায়, ৫ স্বর্ণশিল্পীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার নলহাটি থেকে ৪ এবং সাঁইথিয়া থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। নিহত মদনলাল চৌধুরী বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক ছিলেন। নলহাটিতে তাঁর একটি নার্সিংহোম ও একটি লজ রয়েছে। নিহতের স্ত্রী, ছেলে এবং মেয়ে হাওড়ায় থাকেন। চিকিৎসক সপ্তাহের দু-তিন দিন নলহাটিতে ও বাকি সময় বর্ধমানে থাকতেন।


২৪ এপ্রিল দুপুরে নলহাটিতে নিজস্ব লজ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতের মুখ, হাত, পা সেলোটেপ দিয়ে বাঁধা ছিল। চিকিৎসকের পরনের পোশাক দিয়েও বাঁধা ছিল হাত-পা। রক্তাক্ত ছিল শরীর। খুনের কিনার করতে চারটি দল গঠন করে তদন্তে নামে পুলিশ। এরপরই রবিবার একসঙ্গে ৫ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের মধ্যে দুজনের সোনার দোকান রয়েছে, চিকিৎসকের লজের নীচে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃতরা জেরায় জানিয়েছে, বিপুল টাকা হাতাতে তাঁরা চিকিৎসককে খুন করেছে। তবে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, খুনের নেপথ্যে থাকতে পারে অন্য কোনও কারণ। চিকিৎসক খুনে, ধৃতদের আজ, সোমবার আদালতে তোলা হবে। 


আরও পড়ুন: Workout: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?