অনির্বাণ বিশ্বাস, কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেই সংঘাতে জড়ালেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। সিউড়ির ব্লক সভাপতির দায়িত্বে কে ? তা নিয়ে সংঘাত চলে তাঁদের মধ্যে। অভিষেক-সুব্রত বক্সীর সামনেই বিবাদে জড়ালেন কেষ্ট-কাজল। বৈঠকের পর সাংবাদিকদের সামনে কথাই বলতে চাননি অনুব্রত। অন্যদিকে, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি এড়িয়ে গিয়েছেন কাজল শেখ।
আজ বীরভূম সাংগঠনিক জেলার কোর কমিটি এবং শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ছিলেন সুব্রত বক্সীও। সেই বৈঠকেই সিউড়ি ২ নম্বর ব্লকে সভপতি কে হবেন তা নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। শীর্ষ নেতৃত্বের সামনেই দুজনের ৬-৭ মিনিট বাদানুবাদ চলে। পরবর্তী সময়ে তাঁরা নিজেরাই থেকে যান। যদিও, শীর্ষ নেতৃত্বের তরফে তাঁদের বার্তা দেওয়া হয়েছে, যেভাবে এখানে সবাই বসে রয়েছেন, এই ছবিটা কিন্তু দেখতে ভাল লাগছে। বীরভূমের মানুষও চান, সবাই একত্রিত হয়ে কাজ করুন। প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে এখানে ১১টি আসনের মধ্যে ১০টিতে জয়লাভ করেছিল তৃণমূল। শুধুমাত্র ১টি আসন দুবরাজপুরে বিজেপি জিতেছিল। এই পরিস্থিতিতে দলের তরফে বলা হয়েছে, ২০২৬-এর নির্বাচনে সবাই এক হয়ে কাজ করতে হবে এবং ১১টি আসনই নিশ্চিত করতে হবে।
বৈঠকের পর কাজল শেখ বলেন, "সারা রাজ্য নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন। আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য তিনি নিয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো তথ্য দিয়েছি। তিনিও আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা একসঙ্গে চলব। ২৬-এর নির্বাচনে লড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে আমরা লড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়...বীরভূমে যে ১১টি বিধানসভা কেন্দ্রে যাঁদের মনোনীত করবেন, তাঁদেরই বিপুল ভোট জয়যুক্ত করে দেখিয়ে দেব।"
বৈঠক থেকে বেরিয়ে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "সাংগঠনিক কথাবার্তা হয়েছে। সাংগঠনিক কথাবার্তার জন্যই আজ ডাকা হয়েছিল। কোথাও মতানৈক্য নেই। মতানৈক্য না থাকলে মতানৈক্যর কথা কী করে বলব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন একসঙ্গে কাজ করার জন্য। সবাই একসঙ্গে কাজ করছেন। উনি খুব খুশি যে সবাই একসঙ্গে কাজ করছেন। সমস্ত নেতৃত্বই যে একসঙ্গে কাজ করছেন উনি তো দেখে নিয়েছেন। পরবর্তী কোর কমিটির মিটিং পুজোর পরে।" TMC News