মনোজ বন্দ্যোপাধ্যায়, বোলপুর : গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ফের সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কাল নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছে সিবিআই (CBI)। কিন্তু, অনুব্রত জানান, ‘কাল নিজাম প্যালেসে যেতে পারছি না বলে ইমেল করে সিবিআইকে জানিয়েছি।'
ভোট পরবর্তী হিংসার পর গরু পাচার মামলায় আগামীকাল, সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু, তিনি কাল যাচ্ছেন না। তবে, কেন যাচ্ছেন না তা খোলসা করেননি। যদিও তাঁর শরীর ঠিক আছে বলে জানিয়েছেন।
গরুপাচার মামলায় এর আগে ৬ বার CBI’এর তলব পেয়েও হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। শেষে ১৯ মে প্রথমবার এই মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন তিনি।
এবার কেন তলব ?
সোমবার সকাল ১১ টায় নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। সম্প্রতি অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তলব, সিবিআই সূত্রে খবর । এনিয়ে এর আগে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমবার এখনও অনেক দেরি।
আরও পড়ুন ; জেল হেফাজতের মেয়াদ শেষ, আজ ফের সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল
গত ১৯ মে , জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অনুব্রতকে। দুর্নীতি-দমন শাখা তাঁকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। আরও হয়ত চলত জিজ্ঞাসাবাদ, কিন্তু তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাই সেখান থেকে সরাসরি চলে যান এসএসকেএম-এ । গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের আয়করের নথি, সম্পত্তির খতিয়ান ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়ে পাঠায় CBI। তা আইনজীবী মারফত জমাও দেন তিনি। CBI সূত্রের খবর, অনুব্রত মণ্ডল যে নথি জমা দেন, তা খতিয়ে দেখা হয়। আয়কর দফতরের কাছেও নথি চেয়ে পাঠায় তারা।
সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি- গত ৩ অগাস্ট, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খানের বাড়ি, কেরিম খানের ছেলের ঘনিষ্ঠ ব্যবসায়ী জিয়াউল হক ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ৩টে বাড়ি এবং তাঁর অফিস ও পেট্রোল পাম্পে তল্লাশি চালায় CBI। সূত্রের খবর, উদ্ধার হয় প্রচুর টাকা। CBI সূত্রের দাবি, গরু পাচারকাণ্ডের তদন্তে এঁদের নাম উঠে এসেছে। ইলামবাজারের গরুর হাটের টাকা এঁদের হাত হয়েই বিভিন্ন প্রভাবশালীদের কাছে যেত বলে দাবি তদন্তকারীদের।
এর উপর ভিত্তি করেই অনুব্রতকে ফের তলব করে সিবিআই।