আবির ইসলাম, বোলপুর : দ্রুত জমির রেকর্ড করে দিতে হবে। অন্যথা প্রাণনাশের হুমকির অভিযোগ ! ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে দফতরে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী এক কর্মী জানান, জমি মাফিয়া দুই দুষ্কৃতী (Miscreants) হাতে পিস্তল নিয়ে আধিকারিকের ঘরে এসে চড়াও হয় ৷ রীতিমতো আতঙ্কিত দফতরের কর্মী ও আধিকারিকরা। 


কী অভিযোগ ?


বোলপুরের (Bolpur) কালীমোহনপল্লিতে রয়েছে ভূমি ও ভূমি সংস্কার বিভাগের এই অফিস। এদিন বিকেলে দুই দুষ্কৃতী হাতে পিস্তল নিয়ে দফতরে চড়াও হয় বলে অভিযোগ। দফতরের কর্মীরা জানান, সটান ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় রায়ের (Officer Sanjay Roy) ঘরে ঢুকে যায় দুই দুষ্কৃতী। আধিকারিকে মাথায় পিস্তল ঠেকিয়ে ৩ দিনের মধ্যে কোনও একটি জমি রেকর্ড (Land Record) করে দেওয়ার হুমকি (Threat) দেয় ৷ রেকর্ড না হলে, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বেরিয়ে যায় দুষ্কৃতীরা ৷ 


আরও পড়ুন ; বিতর্কের জের, বিভাগীয় প্রধানকে অপসারণের পর এবার বিলি হওয়া মার্কশিট ফেরাতে বিজ্ঞপ্তি


এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরে। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে । আধিকারিকদের বয়ান নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ওই দুই দুষ্কৃতী জমি মাফিয়া হিসেবে কুখ্যাত।


ঘটনা প্রসঙ্গে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় রায় বলেন, "একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাইছি না। পুলিশকে খবর দেওয়ায় পুলিশ এসেছে ৷" 


দফতরের কর্মী তথা প্রত্যক্ষদর্শী বলেন, "দুই জনে এসেছিল। স্যারের মাথায় পিস্তল ঠেকিয়ে ৩ দিনের মধ্যে জমি রেকর্ড করে দিতে বলছিল। না দিলে ঝাঁঝরা করে দেব বলে হুমকি দেয় ৷ এই ঘটনা আগে ঘটেনি, আমরা খুবই আতঙ্কিত।"