ভাস্কর মুখোপাধ্য়ায়, নান্টু পাল, ও আবীর ইসলাম, বীরভূম: বীরভূমের (Birbhum) দুবরাজপুরের ব্লক তৃণমূল সভাপতি (Dubrajpur Block TMC President) পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ ভোলা মিত্রকে। দুবরাজপুরে দলের ১৫ জনের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। তাতেও স্থান পাননি তিনি। দল যতক্ষণ রাখবে থাকব, না চাইলে বেরিয়ে যাব। প্রতিক্রিয়া ভোলা মিত্রের। 


কী ঘটল?
গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। একাধিক দুর্নীতির অভিযোগে এবার দুবরাজপুর ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁরই ঘনিষ্ঠ ভোলা মিত্রকে। রবিবার ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে বসে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোর কমিটির বৈঠকে দুবরাজপুরে দলের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেই কমিটিতেও স্থান পাননি কেষ্ট ঘনিষ্ঠ এই নেতা। বীরভূমের সাংসদ ও জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য শতাব্দী রায় বলেন, 'দুবরাজপুরের ব্লক সভাপতি থাকল না। আজকে নির্বাচন কমিটি তৈরি হল। যেখানে আহ্বায়ক স্বপনবাবু ও রফিকুল হল। ১৫ সদস্যের কমিটি হয়েছে। ব্লক কমিটিই থাকল না।'

কেন এমন সিদ্ধান্ত?
তৃণমূল সূত্রে খবর, বীরভূমে জনসংযোগ যাত্রায় এসে জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে ভোলা মিত্রকে সতর্ক করেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার তাঁকে সরিয়ে দেওয়া হল। অপসারিত ব্লক সভাপতির বক্তব্য, 'দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুয়ায়ী চলা উচিত। দলের যারা উর্ধ্বতন নেতৃত্ব যাঁরা আছেন তাঁরা ভাল বুঝেছেন করেছেন।' বিষয়টি নিয়ে শাসক দলকে একহাত নিয়েছে বিজেপি। তাদের বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি, ধ্রুব সাহার মতে, 'আর কোন কোন ব্লক কমিটির সভাপতিকে সরানো হয়েছে দেখে নিন। আর কাকে করা হবে। পূর্ত কর্মাধ্য়ক্ষকে যুবরাজ বলেছেন সরানো হয় কিনা দেখি। তৃণমূল তো পুরোটাই চোরের দল। কম্বলটাই উজ়া়ড় হয়ে যাবে। পঞ্চায়েত ভোটের আগে মানুষের কাছে ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করছে।' রবিবার ১৫ সদস্যের নির্বাচন কমিটির আহ্বায়ক করা হয় ব্লক কমিটির প্রাক্তন সহ সভাপতি স্বপন মণ্ডল ও রফিকুল মণ্ডলকে। পরে ফিরহাদ হাকিম বলেন, 'আমাদের কিছু জায়গায় প়ঞ্চায়েত নির্বাচন কমিটি করা হল কয়েকটা ব্লকে। কয়েকটা ব্লকে কিছু অতিরিক্ত সদস্য করা হল। আগামী পঞ্চায়েত বোটে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস সেটা যাতে এখানে হয়। একটা কর্মসূচি করতে বলেছি। সংযোগ কর্মসূচি।' গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে রেখে দল পরিচালনার জন্য ৯ সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কমিটিতে অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত শতাব্দী রায় ও কাজল শেখ জায়গা পান। এবার দুবরাজপুর ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত ঘনিষ্ঠ ভোলা মিত্রকে।

আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার