পরিতোষ দাস, বীরভূম: অমর কথাসাহিত্যের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (Tarashankar Bandopadhyay) আজ ১২৫ তম জন্ম জয়ন্তী (Birth Anniversary)। সেই উপলক্ষ্যেই তাঁর জন্মভূমি বীরভূমের (Birbhum) লাভপুরে (Lavpur) উদযাপিত হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় এই অনুষ্ঠানের।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন
১৮৯৮ সালের ৮ই শ্রাবণ বীরভূমের লাভপুরে জন্ম গ্রহণ করেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বহুরূপী শিল্পীরা ঢাক, ঢোল নিয়ে। এছাড়াও এনসিসি বাহিনী, স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী, ও বাউল শিল্পীরা। শোভা যাত্রায় পা মেলান এলাকার আপামর জনগণ। শোভাযাত্রাকে বরণ করতে রাস্তার মোড়ে মোড়ে মহিলারা শঙ্খ বাজিয়ে ফুল ছড়িয়ে, বরণ করে নেন। তারাশঙ্করের ধাত্রীদেবতায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্টজনেরা।
লাভপুর ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মানুষজনের দাবি সংরক্ষণ করা হোক তারাশঙ্করের আঁতুড়ঘর। বিভিন্ন সময়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে সমস্ত পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সংরক্ষণের অভাবে লাভপুর থেকে সে গুলোকে সরিয়ে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন পরিবারের মানুষজন চাইছেন সরকারিভাবে উদ্যোগ নিয়ে সেগুলিকে ফিরিয়ে আনা হোক লাভপুরেই।
তারাশঙ্করের বাড়ি ও ধাত্রী দেবতাকে সরকারিভাবে হেরিটেজের তকমা দেওয়া হলেও এখনও সেভাবে কিছু উন্নয়ন করা হয়নি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে যে আঁতুড়ঘর, তা অবিলম্বে সংস্কারের প্রয়োজন। কারণ সেটি মাটির ঘর। প্রায় ১৫০ বছরেরও বেশি পুরনো বাড়ি, অবিলম্বে তার সংস্কার করা না হলে, তা ধ্বংস হয়ে যাবে। অপরদিকে তারাশঙ্কর ভবন নির্মাণ করা হয়েছে দীর্ঘদিন আগেই তা এখনও কোনও কাজে লাগানো যায়নি।
উল্লেখ্য, তারাশঙ্করের উপন্যাস ও ছোটোগল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের জলসাঘর, অভিযান। এছাড়াও সপ্তপদী, তরুণ মজুমদারের গণদেবতা ও তপন সিংহের হাঁসুলী বাঁকের উপকথা উল্লেখযোগ্য।
আরও পড়ুন: পূর্বস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা ভ্যানের, মৃত ২, গুরুতর আহত ৩