রানা দাস, পূর্ব বর্ধমান: শিবের মাথায় জল ঢালতে আসা ভক্তদের ধাক্কা মারল গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। এই ঘটনায় গুরুতর আহত আরও তিন জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (East Burdwan) পূর্বস্থলী (Purbasthali) এলাকায়। সেই থানা এলাকার জামালপুরে বুড়োরাজ মন্দির এলাকায় এই ঘটনাটি ঘটে।
ঠিক কী হয়েছিল?
সূত্রের খবর, রবিবার রাতে এই ঘটনাটি ঘটে। পুর্বস্থলী থানার জামালপুরে বুড়োরাজ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে এসেছিলেন ৯ জন ভক্ত। সেই সময়ই এক ভক্ত রাস্তার পাশে একটি ফাঁকা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ই না কি একটি পিক আপ ভ্যান তাদের ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। মৃতদের নাম সমীর ঘোষ ও অসিত ঘোষ।
রবিবারই রওনা দিয়েছিলেন সবাই
সূত্র মারফৎ জানা গিয়েছে যে, রবিবার রাতে নবদ্বীপ থেকে ৯ জনের একটি দল রওনা দিয়েছিলেন। শিবের পুজো দেওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। এদিন ভোরের দিকে পারুলিয়ার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন তারা। সেই সময়ই পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। পুলিশের প্রথমিক ধারণা ছোটা হাতির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ড্রাইভারকে আটক করেছে পূর্বস্থলী থানার পুলিশ।
প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃত ১
গতকাল নদিয়ার একটি খবর প্রকাশ্যে এসেছিল। প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় মৃত ১, আহত ২ মহিলা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার (Santipur Thana, Nadia) কালনাঘাট রোডের মুন্সিরপুল এলাকায়। বছর বাহান্নর মৃত মহিলার নাম সরস্বতী সর্দার। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নদিয়ার শান্তিপুর কালনাঘাট রোড অবরোধ করে গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, গতকাল সকালে মৃত মহিলা-সহ আরও দুজন প্রাতঃভ্রমণের জন্য বেরিয়েছিলেন। সেই সময় তারা মুন্সিরপুলের কাছে রাস্তার উপর একটি কালভার্টের পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় শান্তিপুর থেকে কালনা অভিমুখী একটি লরি তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।